Advertisment

Travel: স্নিগ্ধ-শীতল পাহাড়ি গ্রামে হাত বাড়ালেই মেঘ! চোখ জুড়নো এতল্লাট উত্তরবঙ্গের নতুন আবিস্কার!

North Bengal Trip: উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে নজরকাড়া সব পর্যটন কেন্দ্র রয়েছে। যে এলাকাগুলিতে একবার গেলেই যেন মন বাঁধা পড়ে যায়। বেড়ানোর ক্ষেত্রে ইদানিং একটু নিরিবিলি-নির্জন পরিবেশের কদর বেড়েছে। একাংশের পর্যটকরা দিন কয়েকের ছুটি কাটাতে একটু নিরিবিলি স্পটের খোঁজে থাকেন। পর্যটকদের সেই অংশের জন্যই বিশেষ এই প্রতিবেদন। উত্তরবঙ্গে আরও এক ফাটাফাটি ডেস্টিনেশনের খোঁজ মিলবে এই প্রতিবেদনে।

author-image
IE Bangla Web Desk
New Update
North Bengal Offbeat Destination weekend gateway Kurseong panighata, কার্শিয়ং, পানিঘাটা

Offbeat Destination: দিন কয়েকের ছুটিতে বেড়িয়ে আসুন এই অপরূপ প্রান্ত থেকে।

North Bengal Offbeat Destination: ভ্রমণপ্রিয় বাঙালির বরাবরের পছন্দ উত্তরবঙ্গ। একটু ফাঁক পেলেই উত্তরবঙ্গের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রাণবন্ত সব জায়গায় অনাবিল আনন্দ নিতে দারুণ আকর্ষণে ছুটে যান পর্যটকের দল। তবে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অনেকেই একটু নিরিবিলি পছন্দ করেন। এবার উত্তরবঙ্গে তেমনই এক এক অভূতপূর্ব অফবিট স্পটের হদিশ মিলবে বিশেষ এই প্রতিবেদনে।

Advertisment

ঘুরে আসুন কার্শিয়াংয়ের পানিঘাটা থেকে। চারিদিকে সবুজে ঘেরা পাহাড় আর তারই বুক চিরে বয়ে চলা নদীর কুলকুল শব্দ, এই দুয়ের মেলবন্ধনে গোটা এলাকার প্রাকৃতিক পরিবেশটায় যেন দারুণ এক মাদকতা এনে দিয়েছে। একেবারে নিরিবিলি এই তল্লাটে দিন কয়েক কাটানোর দারুণ সব স্মৃতি জড়ো করার ক্ষেত্রে একেবারে পারফেক্ট চয়েজ। পানিঘাটা রিভার ফ্রন্ট ইকো ট্যুরিজম পার্ক এক কথায় ফাটাফাটি আনন্দ এনে দেবে আপনাকে। প্রকৃতির মাঝেই নদীর ধারে গড়ে উঠেছে সুদৃশ্য সুইমিংপুল। সেখানে গা ভাসিয়ে উপভোগ করুন পাহাড়ি পরিবেশের অফুরান আনন্দ।

কীভাবে পৌঁছবেন পানিঘাটায়?

কলকাতার দিক দেখতে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে নিউ জলপাইগুড়ি কিংবা এনজেপি স্টেশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছোতে পারেন এই এলাকায়। কিংবা শিলিগুড়ি থেকেও পৌঁছে যেতে পারেন এই তল্লাটে।

আরও পড়ুন- One Station One Product: স্টেশনে ব্যবসার ভাবনা? সামান্য লগ্নিতেই ‘বাম্পার আয়’! ‘ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট’ স্টলের আবেদন কীভাবে?

আরও পড়ুন- Eastern Rail: পুজোয় পুরী? ভ্রমণপ্রিয় বাঙালির জন্য ফাটাফাটি বন্দোবস্ত! রেলের বাম্পার উদ্যোগ দারুণ সাড়া ফেলবে

travel destination north bengal Weekend Trip offbeat destination
Advertisment