Sundarbans-Royal Bengal Tiger: পশ্চিমবঙ্গের বনাঞ্চলগুলিতে আরও বাড়ল বাঘের সংখ্যা। সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা আরও বেড়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। বনাঞ্চলগুবিতে পশুদের অবাধ বিচরণের জন্য সবরকমের বন্দোবস্ত থাকার জেরেই বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করেন বনমন্ত্রী। রাজ্যের বনাঞ্চলগুলিতে বাঘের সংখ্যা বৃদ্ধির খবরে খুশি পরিবেশবিদরাও।
সুন্দরবনের জঙ্গলে বাঘের সংখ্যা সেঞ্চুরি পার। রাজ্য বিধানসভায় এমনই তথ্য জানিয়েছেন বনমন্ত্রী বীরবাহ হাঁসদা। একটি প্রশ্নোত্তর পর্বে বনমন্ত্রী জানিয়েছেন, ২০১০ সালে রাজ্যে বাঘের সংখ্যা ছিল ৭৪। ২০১৪ সালে সেই সংখ্যা বেড়ে হয়েছিল ৭৬। এরপর ২০১৮ সালে বাঘের সংখ্যা এক ধাক্কায় বেড়ে গিয়ে হয় ৮৮। সর্বশেষ যে হিসেব মিলেছে তাতে দেখা গিয়েছে রাজ্যের বনাঞ্চলে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে ১০১ টি।
বনমন্ত্রী বীরবাহা হাঁসদা আরো বলেন, "আগে আমাদের বাঘের সংখ্যা ৭৪ ছিল ২০১০ সালে। সেটা এখন বেড়ে ১০১ হয়েছে। বনদফতরের তরফে আমাদের যে ধরনের কাজকর্ম করতে হয় সেটা এখন আমরা আরও বেশি করে করছি। যাতে জঙ্গলের পশুরা আরও নিশ্চিন্তে থাকতে পারে।"
আরও পড়ুন- অফিস টাইমে কলকাতায় চলন্ত বাসে আগুন, তারপর?
আরও পড়ুন- UPI Payments: PhonePe, Google Pay থেকে ভুল ব্যক্তিকে টাকা পাঠিয়েছেন? টাকা ফেরতের সহজ উপায় জানুন
এদিকে রাজ্যের বনাঞ্চলে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় খুশি পরিবেশবিদরাও। সুন্দরবনের বাস্তুতন্ত্রের জন্যই বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছেন তারা। বাঘ সুমারির ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও সাহায্য করে থাকেন বনকর্মীদের। জঙ্গলে ক্যামেরা বসিয়ে এই বাঘ সুমারি চলে। জঙ্গলে পশুদের অবাধ বিচরণের জন্য সব রকমের পরিস্থিতি তৈরির জেরেই বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করে রাজ্য সরকার।
আরও পড়ুন- West Bengal Weather Update: দুরন্ত বদল আবহাওয়ায়! প্রবল বৃষ্টির জোরালো পূর্বাভাস দক্ষিণবঙ্গের কোন কোন জেলায়?