Bank Holidays: সারা মাসে মাত্র ৯ দিন খোলা থাকবে ব্যাঙ্ক, ফেস্টিভ সিজনে চূড়ান্ত হয়রানি এড়াতে এখনই পড়ুন এই প্রতিবেদন

Bank Holidays: উৎসবের মরসুম শুরু হতেই ছুটি পড়ে গিয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত। এখন সকলের মনেই প্রশ্ন উৎসব আবহে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্ক?

Bank Holidays: উৎসবের মরসুম শুরু হতেই ছুটি পড়ে গিয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত। এখন সকলের মনেই প্রশ্ন উৎসব আবহে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্ক?

author-image
IE Bangla Web Desk
New Update
bank holiday

ফাইল ছবি

Bank Holidays: শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম। মাত্র দু'দিনের অপেক্ষা। বাঙালির প্রাণের পুজো দুর্গাপুজোয় গা ভাসাবেন সকলেই। উৎসবের মরসুম শুরু হতেই ছুটি পড়ে গিয়েছে স্কুল, কলেজ, অফিস, আদালত। এখন সকলের মনেই প্রশ্ন উৎসব আবহে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্ক? শনিবার এবং রবিবারের ছুটি সহ, আগামী মাসে অক্টোবরে ২১ দিন ব্যাঙ্কের দরজা বন্ধ থাকবে। অক্টোবর মাসে দুর্গাপুজো, দীপাবলি, বাল্মীকি জয়ন্তী,  করভা চৌথ, গান্ধী জয়ন্তী ইত্যাদি বিশেষ দিনগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

Advertisment

এক নজরে দেখে নেওয়া যাক- কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক? 

২৭ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার)- পঞ্চমী।

২৮ সেপ্টেম্বর ২০২৫ (রবিবার)- ষষ্ঠী।

২৯ সেপ্টেম্বর ২০২৫ (সোমবার)- মহাসপ্তমী। এই দিন পশ্চিমবঙ্গ ছাড়াও আগরতলা, গুয়াহাটি, জয়পুরেও ব্যাঙ্ক  ছুটি থাকবে।

৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার)- মহাঅষ্টমীর ছুটি। পশ্চিমবঙ্গ, আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পটনা, রাঁচি-তে বন্ধ থাকবে ব্যাঙ্ক।  

Advertisment

১ অক্টোবর ২০২৫ (বুধবার)- নবমী উপলক্ষ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার)- গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩ ও ৪ অক্টোবর ২০২৫: সিকিমে দুর্গাপূজা (দশাই) উপলক্ষে ব্যাংক বন্ধ।

সোমবার, ৬ অক্টোবর: লক্ষ্মী পূজা (ত্রিপুরা, বাংলায় ছুটি)

মঙ্গলবার, ৭ অক্টোবর: বাল্মীকি জয়ন্তী (কিছু রাজ্যে ছুটি)

শুক্রবার, ১০ অক্টোবর : করভা চৌথ (হিমাচল প্রদেশে ছুটি)

১১ অক্টোবর: দ্বিতীয় শনিবার, ওই দিন ব্যাঙ্ক স্বাভাবিকভাবে বন্ধ থাকবে ।

১২ অক্টোবর: রবিবার ছুটি

শনিবার, ১৮ ​​অক্টোবর: কাটি বিহু (অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)

১৯ অক্টোবর: রবিবার ছুটি

২০ অক্টোবর, সোমবার: দীপাবলি, কালী পূজা (অধিকাংশ জায়গায় ছুটি)

মঙ্গলবার, ২১ অক্টোবর: দিওয়ালি অমাবস্যা, গোবর্ধন পূজা (মহারাষ্ট্র, ওড়িশার মতো কিছু জায়গায় ছুটি)

২২ অক্টোবর, বুধবার: দীপাবলি (বালি প্রতিপদ)/বিক্রম সংবত নববর্ষের দিন/গোবর্ধন পুজো। আমেদাবাদে, বেলাপুর, বেঙ্গালুরু, দেরাদুন, গ্যাংটক, জয়পুর, কানপুর, লখনউ, মুম্বাই, নাগপুর এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৩ অক্টোবর, বৃহস্পতিবার: ভাইফোঁটা, চিত্রগুপ্ত জয়ন্তী (বাংলা সহ কিছু রাজ্যে ছুটি)

২৫ অক্টোবর: চতুর্থ শনিবার ছুটি।

২৬ অক্টোবর: রবিবার ছুটি

সোমবার, ২৭ অক্টোবর: ছট পূজা (বাংলা, বিহার, ঝাড়খণ্ডে ছুটি)

মঙ্গলবার, অক্টোবর ২৮: ছট পূজা (বিহার, ঝাড়খণ্ডে, পাটনায় ব্যাঙ্ক বন্ধ থাকবে )

শুক্রবার, ৩১ অক্টোবর: সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী (গুজরাটে ব্যাঙ্ক বন্ধ থাকবে) 

সাবধান! এই ৫টি জিনিস ভুলেও মাইক্রোওয়েভে রাখবেন না, মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ

Bank Holidays