/indian-express-bangla/media/media_files/2025/06/27/malda-2025-06-27-12-24-26.jpg)
Bengalis detained Odisha: ঘোর উদ্বেগে আটক বাঙালিদের পরিবার।
Odisha detains West Bengal migrants:বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ! ওড়িশায় মালদার ১৯ জন শ্রমিককে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মালদার চাঁচলের মশালদহ পঞ্চায়েতের তালগাছি এলাকায় আটক ১৯ জন পরিযায়ী শ্রমিকের বাড়ি।
কয়েক মাস আগে তাঁরা ওড়িশায় পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। বুধবার সকালে কটক জেলা পুলিশ ওই শ্রমিকদের আটক করে থানায় নিয়ে যায়। শ্রমিকদের পরিচয়পত্র ও মোবাইল ফোন কেড়ে নিয়ে হেনস্থা ও নির্যাতন করার অভিযোগ উঠেছে ওড়িশা পুলিশের বিরুদ্ধে।
এই খবর মালদার হরিশ্চন্দ্রপুরে পৌঁছাতেই পরিবারগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কান্নায় ভেঙে পড়েছেন আটক শ্রমিকদের পরিবারের লোকজন।
ওই পরিযায়ী শ্রমিকদের পরিবারের দাবি, ওড়িশায় BJP সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁদের ওপর অত্যাচারের ঘটনা ঘটছে। কাজের সন্ধানে সেখানে গিয়ে এভাবে নির্যাতন এবং হেনস্থার শিকার হওয়ায় আতঙ্কে বাড়ি ফিরছেন বহু পরিযায়ী শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের প্রায় ১০০ জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় রয়েছেন। সেখানে ঘর-ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে তাঁরা নানা কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। কেউ নির্মাণ শ্রমিকের কাজ করেন আবার কেউ বিভিন্ন ধরনের প্লাস্টিকের সামগ্রী কিংবা পোশাক ফেরি করে বিক্রি করেন। কুরবানি ঈদের পর তালগাছি এলাকার প্রায় ৫০ জন পরিযায়ী শ্রমিক ওড়িশায় গিয়েছিলেন।
আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে স্বপ্নের বন্দোবস্ত, পাতালপথে যাত্রা এবার জমে ক্ষীর!
এদিকে হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকের পরিবারগুলি বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ভিডিও তাপস কুমার ব্লক পাল পুর বিষয়টি জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
হরিশ্চন্দ্রপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ পরিযায়ী শ্রমিকদের পারিবারের পাশে দাঁড়িয়েছেন। শ্রমিকদের সমস্ত কাগজপত্র সংগ্রহ করে ওড়িশা প্রশাসনের কাছে পাঠানোর ব্যবস্থা করছেন তিনি।