offbeat destinations:দৈনন্দিন জীবনের তুমুল ব্যস্ততা থেকে ক্ষণিকের অবসর চান? মাত্র একদিনের ছুটি নিয়েই বেরিয়ে আসতে পারেন কলকাতার কাছেই মনমুগ্ধকর এই এলাকা থেকে। ঝটিকা এই সফরের দুরন্ত অভিজ্ঞতা বহুদিন পর্যন্ত আপনার স্মৃতির পাতায় রয়ে যাবে।
প্রতিদিনের একঘেয়ে রুটিন থেকে কয়েক ঘণ্টার ভরপুর আরাম নিতে চাইলে আপনি ঢুঁ মারতেই পারেন কলকাতার কাছের অসাধারণ এই প্রান্তে । একদিনের ছুটিতে বেরিয়ে আসতে পারেন পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের ডিমৌলি থেকে। এখানেই রয়েছে সুন্দরী এক ঝরনা। ভরা বর্ষায় এই ঝরণার মন্ত্রমুগ্ধকর রূপে মোহিত না হয়ে পারবেন না! এখানে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বর্ষায় এই প্রান্তে অদ্ভুত এক নিস্তব্ধতার পরশ মিলবে।
ভরা বর্ষায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য রীতিমতো তাক লাগিয়ে দেবে। খড়্গপুরের কাছেই ডিমৌলি এলাকায় থাকা এই ঝরণা বর্ষায় রীতিমতো ফুলে ফেঁপে ওঠে। এই ঝরণাটি ভেটিয়া ওয়াটার ফলস নামে পরিচিত। প্রতিদিন বহু দূর থেকে মানুষজন আসেন এখানকার অসাধারণ শোভা উপভোগ করতে। চাইলে আপনিও একদিনের ছুটি নিয়ে পাড়ি জমাতে পারেন এই তল্লাটে।
আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
কলকাতার দিক থেকে এলে ট্রেন, বাস কিংবা ছোট গাড়িতে পৌঁছনো যায় এই প্রান্তে। ট্রেনে গেলে আপনাকে পৌঁছে যেতে হবে খড়গপুর স্টেশনে। সেখান থেকে ছোট গাড়ি ভাড়া করে পৌঁছে যেতে পারবেন ডিমৌলির ভেটিয়া ওয়াটার ফলসে। কলকাতা থেকে গাড়িতেও সরাসরি পৌঁছনো যাবে ডিমৌলিতে।
আরও পড়ুন- Kolkata Metro: যাত্রীদের সুবিধার্থে স্বপ্নের বন্দোবস্ত, পাতালপথে যাত্রা এবার জমে ক্ষীর!