Advertisment

অ্যাপ ক্যাবের মাথায় উড়তে পারে কালো পতাকা, হুমকি মদন মিত্রের

মদন মিত্র জানান, রবিবার থেকে আগামী তিনদিন এই সব দাবিদাওয়ার উল্লেখ সম্বলিত কালো ব্যাজ পরে  গাড়ি চালাবেন ওলা-উবার চালকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

যাত্রী অভিযোগের ভিত্তিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধেও প্রতিবাদ

অ্যাপ ক্যাব সংস্থা ওলা এবং উবারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন সংস্থাধীন চালক ও অপারেটররা। সামনে রাখলেন এক সময়ের ট্যাক্সি ইউনিয়নের অবিসংবাদী নেতা মদন মিত্রকে।

Advertisment

শনিবার প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মদন মিত্র বলেন, এই দুই সংস্থা, অপারেটর-চালক এবং যাত্রী সবার পক্ষেই ক্ষতিকর হয়ে উঠেছে। সার্জের নামে "যাত্রীর গলার নলি কেটে ফেলে দেওয়া হচ্ছে" বলেও মন্তব্য করেছেন মদন।

আরও পড়ুন, মাঝেরহাটের ভাঙা সেতু ভাঙতে ৪০ ঘণ্টা বন্ধ চক্ররেল চলাচল

বেশ কয়েকটি দাবি সামনে রেখে এদিনের সাংবাদিক সম্মেলনের ডাক দিয়েছিল ইউনিয়ন ফর ওলা অ্যান্ড উবার অপারেটর্স। তার মধ্যে অন্যতম দাবি ছিল, ২ কিলোমিটারের বেশি দূরের যাত্রী পিক আপ দেওয়া যাবে না, সরকার অনুমোদিত ভাড়া (১৮.৭৫ টাকা- প্রতি কিলোমিটার) দিতে হবে।

মদন মিত্র জানান, রবিবার থেকে আগামী তিনদিন এই সব দাবিদাওয়ার উল্লেখ সম্বলিত কালো ব্যাজ পরে  গাড়ি চালাবেন ওলা-উবার চালকরা। আগামী তিন দিনের মধ্যে সংস্থাদুটি রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় না বসলে, চতুর্থ দিন থেকে গাড়ির মাথায় কালো পতাকা টাঙিয়ে গাড়ি চালানো হবে বলে জানিয়েছেন প্রাক্তন পরিবহণমন্ত্রী।

যাত্রী অভিযোগের ভিত্তিতে যেভাবে ওলা এবং উবার অপারেটরদের আইডি ব্লক করে দেওয়ার নিয়ম চালু রয়েছে, তার তীব্র বিরোধিতা করেন মদন মিত্র।

এদিনের সাংবাদিক সম্মেলনে উঠে আসে রাজ্য সরকার পরিচালিত অ্যাপ ক্যাবের প্রসঙ্গও। মদন মিত্র বলেন, বর্তমান পরিবহণমন্ত্রী জানিয়েছেন ঠিক মত সংস্থা পাওয়া গেলে তিন দিনের মধ্যে লাইসেন্সের ব্যবস্থা করা হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, জাস্ট গো সংস্থা ওলা এবং উবারের থেকে বেশি সুবিধে দিতে চাইছে অপারেটরদের।

uber Ola
Advertisment