/indian-express-bangla/media/media_files/2025/06/26/kolkata-2025-06-26-12-36-32.jpg)
weekend travel: সপ্তাহান্তের একদিনের ছুটিতে বেরিয়ে আসুন অসাধারণ এই জায়গাটি থেকে।
Offbeat travel West Bengal: ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবন থেকে ক্ষণিকের অবসর নিতে কে না চায়! ঝটিকা সফরে একটু মুড ফ্রেশ করতে চান? ইচ্ছে থাকলেও এখনই দূরে কোথাও যাওয়ার সুযোগ হয় না অনেকের। তাঁদের জন্যই বিশেষ এই প্রতিবেদন।
সপ্তাহান্তে একদিনের ছুটিতে চাইলে ঘুরে আসতে পারেন কলকাতার খুব কাছেই বেনাপুর চর থেকে। হাওড়ার বাগনানে রূপনারায়ণ নদীর পারের এই বেনাপুর চর যেন ক্যালেন্ডারে টাঙানো তাকলাগানো একটি ছবির মতোই। এখানকার অপূর্ব অসাধারণ প্রাকৃতিক শোভা মনকে সতেজ করে তুলবে এক লহমায়।
ভরা বর্ষায় এই এলাকাটির অনিন্দ্যসুন্দর শোভা ভাষায় প্রকাশ করা বেশ কঠিন হয়ে পড়ে। এখানকার দিগন্তজোড়া চরের মাঝের অংশটি বর্ষায় বৃষ্টির জলে পুরোপুরি ভরে যায়। চরের ধারে তখন সারি দিয়ে দেখা যায় নৌকা। সপ্তাহান্তের ছুটি কাটাতে বাগনানের অপূর্ব এই জায়গাটি হতে পারে একেবারে পারফেক্ট চয়েজ। এখনও অনেকেই অপূর্ব এই এলাকাটি সম্পর্কে জানেন না। আর যারা জানেন, তারা ফাঁক পেলেই পাড়ি জমাচ্ছেন কলকাতার খুব কাছের এই এলাকায়।
শহর কলকাতা থেকে বাগনানের এই এলাকায় পৌঁছোতে মোটামুটি ঘন্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যেতে পারে। কলকাতার দিক থেকে গাড়ি কিংবা ট্রেন দু'ভাবেই যেতে পারেন বাগনানের এই বেনাপুর চরে। গাড়িতে গেলে সোজা বাগনানে চলে আসুন। সেখান থেকে যেতে হবে বেনাপুর চর। এছাড়াও বাগনান থেকে টোটো কিংবা অন্যান্য ছোট গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে। ট্রেনে বাগনান স্টেশনে নেমেও টোটো বা অটো পেয়ে যাবেন এখানে পৌঁছোতে।