/indian-express-bangla/media/media_files/2025/06/26/mamata-congratulate-subhangshu-2025-06-26-19-23-06.jpg)
ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা, শুভেচ্ছায় ভরালেন মমতা
Kolkata News Updates: ইতিহাস গড়লেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। শুভেচ্ছায় ভরালেন মমতা।
Absolutely thrilled to see our astronaut, Group Captain Shubhanshu Shukla, and other team members, safely reach the International Space Station as part of the Axiom Mission 4.
— Mamata Banerjee (@MamataOfficial) June 26, 2025
Heartiest congratulations to all of them and especially to our very own Shubhanshu! What an incredible…
মহাকাশ অভিযানের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। ২৮ ঘন্টার জার্নি শেষে অবশেষে তিনি পৌঁছালেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS)। মঙ্গলবার ভারতীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে, SpaceX-এর Axiom-4 মিশন সফলভাবে আইএসএস-এর সঙ্গে ডকিং প্রক্রিয়া সম্পন্ন করেন। এর আগে দীর্ঘ এক মাস ধরে উৎক্ষেপণ বারবার পিছিয়ে যাচ্ছিল। Axiom-4 মিশনের সফল ডকিংয়ের পর, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মহাকাশ বিজ্ঞানীরা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। এই মিশনটি ভারতের মহাকাশ ইতিহাসে এক মাইলফলক। বেসরকারি মহাকাশ সংস্থা Axiom Space ও SpaceX যৌথভাবে এই মিশনের আয়োজন করে।
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা চরমে! জয়ের দাবিতে আমেরিকাকে বেনজির আক্রমণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির। বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে 'জয়লাভের' দাবি করেছেন। তিনি বলেছেন যে ইরান আমেরিকার গালে থাপ্পড় মেরেছে'। সোমবার কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এমন খবর প্রকাশের পর তার এই বক্তব্য প্রকাশ্যে আসে। তবে এই হামলায় হতাহতের কোনও খবর পাওয়া যায় নি। খামেনি তার ভাষণে আমেরিকার উপর তীব্র আক্রমণও করেন। তিনি বলেন, "আমেরিকা কেবল এই কারণেই হস্তক্ষেপ করেছিল যে তারা মনে করেছিল যে যদি তারা হস্তক্ষেপ না করে তাহলে ইজরায়েল পুরোপুরি ধ্বংস হবে। ১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ নেতা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি।তিনি আরও বলেন, “যদি শত্রু আগ্রাসনের পথে হাঁটে, তবে তাদের এর জন্য বড় মূল্য দিতে হবে।” যুদ্ধবিরতির পর প্রথম ভাষণেই আমেরিকাকে নিশানা করেন তিনি। যুদ্ধবিরতির পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে খামেনি ইরানবাসীকে ‘জয়’ এর জন্য অভিনন্দন জানান।
কপালজোরে প্রাণে বাঁচলো ১০-১২ জন পড়ুয়া। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে হুগলির খানাখুলে। জানা গিয়েছে, আজ স্কুলে যাওয়ার জন্য খানাকুলের নরেন্দ্রচক এলাকায় ১০ থেকে ১২ জন পড়ুয়া নৌকা করে দ্বারকেশ্বর নদ পার হচ্ছিল। সেই সময় হঠাৎই উত্তাল হয়ে ওঠে নদী। হু হু করে নৌকায় জল ঢুকতে শুরু করে। আতঙ্কে চিৎকার শুরু করে দেয় পড়ুয়ারা। মুহূর্তের মধ্যে জলে ঝাঁপ দেয় তারা। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে নদীতে নেমে তাদের উদ্ধার করে। বরাতজোরে এদিন বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে ওই পড়ুয়ারা। তাদের কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।
মহাকাশ থেকে 'নমস্কার' করে শুভেচ্ছা জানাতে গিয়ে ভারতের শুভাংশু শুক্লা বলেন, "বাহ, কী অসাধারণ ছিল সেই যাত্রা... সত্যি বলতে, গতকাল যখন আমি লঞ্চ প্যাডে বসে ছিলাম, তখন আমার মনে একটাই চিন্তা ছিল চলো যাই... ৩০ দিন কোয়ারেন্টাইনের পর... আমি যেতে চেয়েছিলাম। উত্তেজনা তো অনেক দূরে।" শুক্লা এবং আরও তিনজন ক্রু সদস্যকে নিয়ে অ্যাক্সিওম-৪ মিশন আজ বিকেল ৪.৩০ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নামবেন। ড্রাগন বুধবার দুপুর ১২.০১ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালে অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে। অ্যাক্সিওম স্পেস, ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে অংশীদারিত্বে অ্যাক্সিওম স্পেস এই মিশনটি পরিচালনা করছে।
বৃহস্পতিবার সকালে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার অলকানন্দা নদীতে একটি বাস পড়ে যাওয়ার পর কমপক্ষে ১ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। সংবাদ সংস্থা এএনআইকে আইজি নীলেশ আনন্দ ভরানে জানিয়েছেন, “রুদ্রপ্রয়াগ জেলার ঘোলথির এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুসারে, বাসটিতে ১৮ জন আরোহী ছিলেন”।
আরও পড়ুন- Kolkata News:কাঁকুরগাছিতে BJP কর্মী খুনে বিরাট গ্রেফতারি! ৪ বছর গা ঢাকার পর CBI জালে প্রধান অভিযুক্ত
আরও পড়ুন- weekend getaway:সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন বাড়ি, ঘুরে আসুন কলকাতার কাছেই অসাধারণ এই প্রান্ত থেকে!
দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়ে গাড়ওয়াল ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পান্ডে বলেন, "১৮ আসনের বাসটি অলকানন্দা নদীতে পড়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে সাতজন আহত হয়েছেন। উদ্ধার অভিযানের জন্য এসডিআরএফ, পুলিশ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।"
-
Jun 26, 2025 16:11 IST
Kolkata News Live:অভিষেককে আক্রমণ দিলীপের
এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুমুল আক্রমণ শানালেন দিলীপ ঘোষ। গতকালই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কার্যত ভবিষ্যৎবাণী করে দাবি করেছিলেন, আগামী '২৬-এর বিধানসভা ভোটে এই রাজ্যে BJP ৫০-এরও কম আসন পাবে। তৃণমূল সাংসদের সেই টিপ্পনিরই এবার কড়া জবাব দিলেন বিজেপির দাপুটে নেতা। সেই সঙ্গে আগের বেশ কিছু মন্তব্য নিয়ে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তুলোধনা করলেন প্রাক্ত বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিস্তারিত পড়ুন- Dilip-Abhishek:'২৬-এ পঞ্চাশের নিচে থাকবে BJP', অভিষেকের ভবিষ্যৎবাণী উড়িয়ে ঝাঝাঁলো আক্রমণ দিলীপের
-
Jun 26, 2025 15:43 IST
Kolkata News Live:কেজরিকে রাজ্যসভায় যাওয়ার পরামর্শ মমতার
রাজ্যসভায় বিজেপি বিরোধী শক্তিকে আরও দৃঢ় করতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে রাজ্যসভায় যেতে অনুরোধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরামর্শ নিয়ে আলোচনা করবেন বলে তাঁকে আশ্বাস দিয়েছেন কেজরিওয়াল।
-
Jun 26, 2025 15:17 IST
Kolkata News Live:রথযাত্রা নিয়ে দুরন্ত পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী
রথযাত্রা উপলক্ষে সেজে উঠেছে রাজ্যের সৈকতনগরী দিঘা। মন্দির তৈরির পর এবারই প্রথম পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। গতকাল অর্থাৎ বুধবারই দিঘায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে দিঘায় রয়েছেন রাজ্য মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। আগামিকাল দিঘার রথযাত্রা নিয়ে গোটা পরিকল্পনা বিশদে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিস্তারিত পড়ুন- Digha Rath Yatra:জমজমাট দিঘা, আগামিকালের রথযাত্রা নিয়ে দুরন্ত পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী
-
Jun 26, 2025 11:42 IST
Kolkata News Live:তৃণমূল বিধায়কের টাকা ফেরালেন তামান্নার মা
নদিয়ার কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসের বলি হতে হয়েছে ছোট্ট তামান্না খাতুনকে। সকেট বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিল ১৩ বছরের বালিকার শরীর। তারপর থেকে কেটে গিয়েছে বেশ কয়েকদিন। এখনও ছোট্ট তামান্নাকে হারানোর যন্ত্রণা কুঁড়ে কুঁড়ে খাচ্ছে মা-বাবাকে। দুচোখের পাতা এক হচ্ছে না কিছুতেই। এই আবহেই গতকাল তামান্নাদের বাড়িতে গিয়েছিলেন ডেবরার তৃমমূল বিধায়ক তথা প্রাক্তন IPS হুমায়ুন কবীর। তামান্নার মায়ের হাতে কিছু টাকা তুলে দিতে চেয়েছিলেন তিনি। তবে তিনি টাকার খাম এগিয়ে দিতেই রীতিমতো ফুঁসে ওঠেন তামান্নার মা সাবিনা।
বিস্তারিত পড়ুন- Kaliganj Tamanna murder:'এত ছোট করবেন না, ধৈর্য্য রাখতে পারব না', তৃণমূল বিধায়কের টাকা ফেরালেন তামান্নার মা
-
Jun 26, 2025 11:13 IST
Kolkata News Live:BJP কর্মী খুনে বিরাট গ্রেফতারি!
খাস কলকাতার বুকে এক BJP কর্মীকে খুনের ঘটনায় অবশেষে বড়সড় গ্রেফতারি। কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের চার বছর পর গ্রেফতার অন্যতম প্রধান অভিযুক্ত। CBI গ্রেফতার করেছে অভিযুক্ত অরুণ দে'কে। ২০২১ সালের ২ মে গতবারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছিল। ভোটের ফল প্রকাশের দিনই শহর কলকাতার পাশাপাশি একাধিক জেলায় বেপরোয়া সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। দিকে দিকে বিরোধীদের পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীদের ওপর আক্রমণের অভিযোগ উঠেছিল ভুরি ভুরি। বহু ক্ষেত্রেই বিরোধীদের নিশানায় ছিল শাসকদল তৃণমূল কংগ্রেস।
বিস্তারিত পড়ুন- Kolkata News:কাঁকুরগাছিতে BJP কর্মী খুনে বিরাট গ্রেফতারি! ৪ বছর গা ঢাকার পর CBI জালে প্রধান অভিযুক্ত
-
Jun 26, 2025 09:42 IST
Kolkata News Live: হিমাচলে মেঘভাঙা বৃষ্টি,হড়পা বাণে ভেসে মৃত ২
হিমাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় মেঘভাঙা বৃষ্টির জেরে আকস্মিক হড়পা বাণে ভেসে গিয়ে দু'জনের মৃত্যু হয়েছে। ১২ জনেরও বেশি নিখোঁজ হয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। হিমাচলের কাংড়া জেলায় দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং কমপক্ষে ১০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে, কুল্লু জেলায় তিনজন ভেসে গিয়েছেন জলের তোড়ে এবং সেখানেও নদী পাড়ের বেশ কিছু বাড়ি-ঘরও ভেসে গেছে।
বিস্তারিত পড়ুন- Himachal cloudburst news: হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, হড়পা বাণে ভেসে মৃত ২, নিখোঁজ বহু, বিপর্যস্ত সিমলা-মানালি
-
Jun 26, 2025 08:45 IST
Kolkata News Live: তুমুল বৃষ্টির পূর্বাভাস
ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। যার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেও জোরালো বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
বিস্তারিত পড়ুন- Kolkata rain alert:বর্ষার জমাটি খেল শুরু দক্ষিণবঙ্গে! তুমুল বৃষ্টির পূর্বাভাস, জোরালো ঝড়-জলের সতর্কতা উত্তরবঙ্গেও