Malda TMC Leader Threat News Updates: দাপুটে শাসক নেতাকে হুমকি কান্ডে দুরন্ত অ্যাকশনে পুলিশ, জালে সিম জালিয়াতির 'মাস্টারমাইন্ড'

Malda TMC Leader Threat News Updates:ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে ফোনে টাকার দাবি এবং খুনের হুমকির ঘটনায় গ্রেপ্তার করা হল মোবাইলের সিমকার্ড বিক্রেতাকে।

author-image
Madhumita Dey
New Update
police arrested One more on TMC Leader Threat Case

দাপুটে শাসক নেতাকে হুমকি কান্ডে দুরন্ত অ্যাকশনে পুলিশ, জালে সিম জালিয়াতির 'মাস্টারমাইন্ড'

Malda TMC Leader Threat News Updates: ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে ফোনে টাকার দাবি এবং খুনের হুমকির ঘটনায় গ্রেপ্তার করা হল মোবাইলের সিমকার্ড বিক্রেতাকে। শনিবার রাতে ওয়াসিম আক্রম নামে কালিয়াচক থানার পুলিশ মোসিমপুরের এক সিমকার্ড বিক্রেতাকে গ্রেফতার করেছে। শাহাদাত শেখকে মোবাইলের সিম কার্ড সরবরাহ করেছিল ওয়াসিম আক্রম বলে জানিয়েছে পুলিশ। এই চক্রান্তের সাথে ওয়াসিম জড়িত বলে অনুমান পুলিশের।

Advertisment

তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এখনও পর্যন্ত মোট দুজনকে গ্রেফতার করলো পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত মোবাইলে সিম কার্ড বিক্রেতা  ওয়াসিম আক্রমের বাড়ি মালদার কালিয়াচক থানার মোসিমপুর এলাকায়। গত আট বছর ধরে সুজাপুর স্ট্যান্ডে দোকান করে মোবাইলের সিম কার্ড বিক্রি  করেন ওয়াসিম। 

ইউনূসের চোখ রাঙানি উপেক্ষা করেও প্রেমে অবিচল, ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশি তরুণী

তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে টাকার দাবি এবং খুনের হুমকির ঘটনায় মূল অভিযুক্ত শাহাজাত শেখকে গত শুক্রবার রাতে গ্রেফতার করার পরই উঠে আসে ওয়াসিম আক্রমের নাম। পুলিশের দাবি , ওয়াসিম আক্রামই  শাহাদাতকে সিম সাপ্লাই করেছিল। সেই সিম কার্ড ব্যবহার করেই তৃণমূল নেতাকে ফোন করে হুমকি দেওয়া হয়। 

Advertisment

যদিও ওয়াসিম আক্রামের দাদার তাসলিম আরিফের দাবি, আমার ভাইকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। আমার ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। পুলিশ জানিয়েছে, গত শুক্রবার সকালে সাড়ে দশটা নাগাদ মোবাইলে ফোন করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে খুনের হুমকি দিয়ে কুড়ি লক্ষ টাকার দাবি করা হয়। এই ঘটনাই মূল চক্রী শাহাদাত শেখকে শুক্রবার রাতেই গ্রেফতার করা হয়। এরপর তাকে জেরা করে ওই সিম কার্ড সরবরাহকারীর নাম জানা যায় । তার ভিত্তিতেই ওই সিম কার্ড বিক্রেতাকে গ্রেফতার করে পুলিশ।

Malda