Advertisment

একরাতেই কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে? জানলে বুক ধড়পড় করবে!

কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদ বিক্রি তারাপীঠে।

author-image
IE Bangla Web Desk
New Update
one night of kaushiki amavasya liquor worth rs 5 crores sold in tarapith

প্রতীকী ছবি।

কৌশিকী অমাবস্যায় রেকর্ড মদ বিক্রি তারাপীঠে। সিদ্ধপীঠে একরাতে যে টাকার মদ বিক্রি হল তা জানলে চোখ কপালে উঠতে বাধ্য। তারাপীঠ গতরাতে কার্যত ভেসে গেল কারণবারিতে। কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শনে এসে মদেই মেতে রইলেন ভক্তদের একটা বড় অংশ।

Advertisment

একরাতে কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে?

জানা গিয়েছে, শুধু গতরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে। কয়েক বছর আগে পরপর দু'দিন মিলিয়ে ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল তারাপীঠে। তবে এবার সেই সব রেকর্ড ভেঙে চুরমার। একরাতেই সিদ্ধপীঠে সুপার সাইক্লোনের গতিতে বিক্রি মদের।

কৌশিকী অমাবস্যায় এবছর বিপুল ভিড়ও হয়েছে তারাপীঠে। মা তারার দর্শন পেতে এরাজ্য তো বটেই ভিনরাজ্য থেকেও অগণিত ভক্ত ভিড় জমিয়েছেন পুণ্যভূমি তারাপীঠে। কাতারে কাতারে ভক্তদের স্রোতে ভেসে গিয়েছে সিদ্ধপীঠ। কৌশিকী অমাবস্যার পুণ্য তিথিতে সিদ্ধিলাভের আশায় তারাপীঠে এরাজ্যের পাশাপাশি ভিড় জমান ভিনরাজ্যেরও সাধকরা। তাঁদের একটা বড় অংশও মদ্য পানে আসক্ত।

আরও পড়ুন- যুগান্তকারী বিনিয়োগ আসছে বাংলায়! স্পেন সফরের দ্বিতীয় দিনেই বিরাট সুখবর মুখ্যমন্ত্রীর

এবছর কৌশিকী অমাবস্যার রাতে তারাপীঠে বেআইনি মদের কারবার রুখতে আগেভাগে সচেষ্ট ছিল পুলিশ। কিন্তু তারপরেও রাতভর তারাপীঠ-জুড়ে মদের দেদার বিক্রি হয়েছে। তারাপীঠে সরকার অনুমোদিত প্রায় ২০টি দোকান আছে। সেই দোকানগুলির সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে পুন্যার্থী-সহ অন্যদের। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে মদের বোতল হাতে দোকান ছেড়েছেন ক্রেতারা।

আরও পড়ুন- ‘গব্বর’, ‘ফুটো মস্তান’, উদয়নকে খোঁচা দিতে-দিতে কোথায় থামলেন নিশীথ?

একরাতেই ৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে তারাপীঠে। কেউ কেউ বলছেন, গতরাতে বিহার থেকেও বহু ভক্ত ভিড় করেছিলেন তারাপীঠে। পড়শি রাজ্য বিহারে মদ নিষিদ্ধ। সেই কারণে সুরার টানে বিহারবাসীর অনেকেও এবার তারাপীঠে ভিড় জমিয়েছিলেন। কৌশিকী অমাবস্যায় এসে রথ দেখা ও কলা বেচা দুই-ই হল ভক্তদের অনেকের।

Tarapith West Bengal Liquor Birbhum Tarapith Temple Kaushiki Amavasya
Advertisment