Advertisment

Lok Sabha Election 2024: তাবড় ব্যবসায়ীদের ঘোল খাওয়াবেন! বঙ্গে BJP-র এই যুব প্রার্থীর আয় জানলে চোখ কপালে উঠবে!

Lok Sabha Election 2024-BJP: জমে উঠেছে লোকসভার লড়াই। বাংলায় এবার গতবারের চেয়েও আরও ভালো ফল করার ব্যাপারে আশাবাদী গেরুয়া শিবির। গত লোকসভা নির্বাচনে এরাজ্য থেকে ১৮ আসনে জয় পেয়েছিল বিজেপি। এবার সেই 'টার্গেট' আরও বাড়িয়ে দিয়েছেন মোদী-শাহরা। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের রীতিমতো ৩৫ আসনের 'টার্গেট' বেঁধে দিয়েছেন বিজেপির শীর্ষ সেনাপতি অমিত শাহ।

Joyprakash Das এবং Nilotpal Sil
New Update
BJP has announced its candidates for the four assembly constituencies of Bengal

BJP: বিধানসভা উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিজেপি।

Lok Sabha Polls 2024: দার্জিলিং (Darjeeling) লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থীপদ পাওয়া নিয়ে সংশয় থাকলেও এবারও এখানকার বিদায়ী সাংসদ রাজু বিস্তাই (Raju Bista) গেরুয়া শিবিরের বাজি। এই লোকসভা কেন্দ্রে মূলত পাহাড়ের ভোটেই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে থাকে। তবে রাজ্যে অন্য অনেক প্রার্থীর তুলনায় ৩৮ বছরের রাজু বিস্তার আর্থিক সঙ্গতি বেশ মজবুত। রীতিমতো ধনী প্রার্থী তিনি। নির্বাচনী হলফনামার ঘোষণায় বিষয়টা একেবারে স্পষ্ট।

Advertisment

রাজু বিস্তা সূর্য রোশনী লিমিটেডের (Surya Roshni Limited) ম্যানেজিং ডিরেক্টর। শুধু তাই নয়, তাঁর স্ত্রী অনিতা বিস্তা ঋষিকা এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সহ অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত। হলফনামা অনুযায়ী দিল্লির পাঞ্জাবিবাগ পশ্চিমের বাসিন্দা রাজু। তিনি দিল্লিরই ভোটার। গত পাঁচ বছরের যে আয়কর রিটার্ন দেখিয়েছেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী তাতে দেখা যাচ্ছে, ২০২২-২৩-এ তাঁর আয় ৬ কোটি ৬০ লক্ষ ৮২ হাজার ১১০টাকা। তার আগে ২০২১-২২-এ ৫,৮২,৮২,০৮০ টাকা, ২০২০-২১-এ ৫,২৬, ৭৩,০৯০ টাকা, ২০১৯-২০ আর্থিক বছরে ৪,৫০,৮৩,৩০০ টাকা ও ২০১৮-১৯ সালে ৪,৭২,৭৫,৩১০ টাকা। রাজুর ৫ বছরের মধ্যে বছরে আয় বৃদ্ধি পেয়েছে প্রায় ২ কোটি টাকা।

তাঁর স্ত্রী অনিতা বিস্তার আয়কর রিটার্নে কোটি টাকার আয় না হলেও লক্ষ লক্ষ টাকা আছে। ২০২২-২৩ আর্থিক বছরে অনিতার আয়কর রিটার্ন অনুযায়ী আয় ৩৫ লক্ষ ৩০ হাজার ৯২০ টাকা। ২০১৮-১৯ আর্থিক বছরে তাঁর আয় ছিল ২০,৩৪, ০৮৯টাকা। পাঁচ বছরের মধ্যে আয় বেড়েছে প্রায় ১৫ লক্ষ টাকা। ২০১৯-২০-তে ১৮,৪৩,৮১০টাকা, ২০২০-২১-এ ২৪,৪৮,২৪০ টাকা ও ২০২১-২২ আর্থিক বছরে ৩৪,৮৫,৫৬০ টাকা আয়কর রিটার্নে রয়েছে। হলফনামা অনুযায়ী রাজুর হাতে রয়েছে ৭৩,৪০৪টাকা নগদ ও স্ত্রীর কাছে নগদ রয়েছে ১৩,৩২৪টাকা।

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট, মিউচুয়াল ফান্ড, বন্ড, ইনভেস্টমেন্ট, জুয়েলারি সব মিলিয়ে রাজুর অস্থাবর সম্পত্তি রয়েছে ২২ কোটি ৩৮ লক্ষ ৮৬ হাজার ৩৭০ কোটি টাকার। স্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ৫,৪২,০৫,৫৬১ কোটি টাকা। স্ত্রীর তুলনায় রাজুর সোনার জুয়েলারির পরিমাণও অনেকটাই বেশি। রাজুর কাছে আছে ৬০৬.০৬ গ্রাম সোনা ও স্ত্রীর রয়েছে মাত্র ১৫০ গ্রাম সোনা। এই যুব BJP প্রার্থীর মহারাষ্ট্রে রয়েছে প্রায় ২৭ একরের ওপর জমি। দার্জিলিংয়ের প্রধাননগরে আছে ৬ কাঠা বাস্তু জমি। স্ত্রীর দার্জিলিংয়ের তিন জায়গায় জমি আছে। রাজু ও তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি রয়েছে ১২ কোটি টাকার বেশি।

আরও পড়ুন- Lok Sabha Election 2024: বড় প্রাপ্তি পরিচয়, অপ্রাপ্তির ভাঁড়ারে কী কী? ভোটের ভারতে ঢুঁ ছিটমহলের অলি-গলিতে

মণিপুর বিশ্ববিদ্যালয় (Manipur University) থেকে কলা বিভাগে স্নাতক রাজু বিস্তা। গত বছর দার্জিলিং কেন্দ্র থেকে ৪ লক্ষের বেশি ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী অমর সিং রাইকে পরাজিত করেছিলেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা। এবার ভূমিপুত্র প্রার্থী চাই বলে দলের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে।

আরও পড়ুন- Mamata Banerjee: ‘তৃণমূল ছাড়া কাউকে ভোট নয়’, ইদের মঞ্চ থেকে BJP-কে ধুয়ে দিলেন মমতা

বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা (Bishnu Prashad Sharma) নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দার্জিলিং কেন্দ্র থেকে। এই কেন্দ্রের জয়-পরাজয় অনেকটা নির্ভর করে পাহাড়ের ভোটারদের ওপর। অতীতে দেখা গিয়েছে পাহাড়ের ভোটারদের রায় যেদিকে হেলেছে সেই প্রার্থীই জয় পেয়েছেন। এবারও তার অন্যথা হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল।

bjp darjeeling loksabha election 2024 raju bista
Advertisment