করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। জমায়েত এড়ানো, মাস্ক পড়াই এখন সংক্রমণের গতি রোধের উপায়। তাই আবারও ভার্চুয়াল শুনানিতে ফিরল কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের অন্যন্য আদালতগুলি। শনিবার এক নির্দেশিকা জারি করে এজলাসে শুনানি নিষিদ্ধ করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
শীতকালীন অবকাশে ছুটি আদালত। সোমবার ফের আদালতের কার্যাবলী চালুর কথা ছিল। কিন্তু তার আগেই জানানো হল ভার্চুয়াল শুনানির কথা।
নির্দেশিকায় প্রধান বিচারপতি জানিয়েছেন, কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতে শুনানি হবে ভার্চুয়াল। আদালত কক্ষে কারোর প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। তবে, জামিনের মামলার শুনানিতে নথি জমা দিতে সরকারি আইনজীবী আদালত কক্ষে হাজির থাকতে পারবেন বলে জানানো হয়েছে।
আরও পড়ুন- বঙ্গে করোনা শঙ্কা, বাতিল ‘দুয়ারে সরকার’ ক্যাম্প-‘স্টুডেন্টস উইক’ অনুষ্ঠান
ভিড় এড়াতে আদালতের ৬৬ শতাংশ কর্মী কাজ করবেন। কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সমস্ত আদালতেএই নির্দেশিকা কার্যকর হবে।
বাংলায় ফের (বিশেষ করে কলকাতায়) বেলাগাম করোনার প্রকোপ। সংক্রমণের গতি ঠেকাতে আংশিক লকডাউনের চিন্তা ভাবনা করছে নবান্ন। বাতিল করা হেছে ৩ জানুয়ারি থেকে চালু হতে চলা দুয়ারে সরকারের শিবির বাতিল স্টুডেন্টস উইকের অনুষ্ঠানও। এই পরিস্থিতিতে আদালতেও জারি হল বিধি, ফের ভার্চুয়াল শুনানিতে ফিরল কলকাতা হাইকোর্ট সহ অন্যান্য আদালতে।
আরও পড়ুন- করোনা চিকিৎসায় ককটেল থেরাপি, গাইডলাইন স্বাস্থ্য দফতরের