India-Pak tensions: ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে! এমন পরিস্থিতিতে এবার নিরাপত্তাজনিত কারণে দেশের ২৪টি প্রধান বিমানবন্দর বন্ধ। জারি হল নির্দেশিকা। বিরাট সংকটে যাত্রীরা।
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে। ভারতের একাধিক শহরকে টার্গেট করেছে পাকিস্তান। যদিও ভারতীয় সেনা পাকিস্তানের সবকটি মিসাইল হামলাকে প্রতিহিত করেছে। এর মাঝেই কেন্দ্রীয় সরকার বড়সড় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে থাকা ২৪টি প্রধান বিমানবন্দর সাময়িকভাবে বন্ধের ঘোষণা করা হয়েছে। জম্মু, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন এলাকায় পাক হামলা চালানোর পরই তড়িঘড়ি এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্রের খবর, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম সবকটি পাক হামলাকে সফলভাবে প্রতিহত করলেও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিমানবন্দরের সাময়িক বন্ধ করা হয়েছে
- পাঞ্জাব: অমৃতসর, লুধিয়ানা, পাতিয়ালা, বাথিন্ডা, হালওয়ারা, পাঠানকোট
- হিমাচল প্রদেশ: ভুনতার, সিমলা, কাংড়া-গাগল
- চণ্ডীগড়: চণ্ডীগড় বিমানবন্দর
- জম্মু ও কাশ্মীর: শ্রীনগর, জম্মু
- লাদাখ: লেহ
- রাজস্থান: কিষাণগড়, জয়সলমীর, যোধপুর, বিকানের
- গুজরাট: মুন্দ্রা, জামনগর, হিরাসা (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্ডলা, ভুজ
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে জারি করা (MoCA) নোটিশ অনুসারে, এইসব বিমানবন্দর থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কোনও বাণিজ্যিক বিমান চলাচল করবে না। যাত্রীদের এয়ারলাইনের অফিসিয়াল আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।