/indian-express-bangla/media/media_files/2025/05/08/BnL1aSX4SAamO9pmPr2A.jpg)
পাকিস্তানকে দুরমুশ করতে আরও একধাপ, লাহোর এয়ার ডিফেন্স সিস্টেম গুঁড়িয়ে দিল ভারত
Operation Sindoor: অপারেশন সিন্দুরের পর লাহোরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিল ভারত। পহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’-এর মাধ্যমে তার যোগ্য জবাব দিয়েছে। ভারতের গতকালের প্রতিশোধমূলক অভিযানে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটিতে নির্ভুল হামলা চালানো হয়। এর পর থেকেই পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় উস্কানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তবে ভারতীয় বাহিনী এর কড়া জবাব দিয়েছে।
জঙ্গিদের জামাই আদর পাকিস্তানের! সন্ত্রাসের শিকড় ওপড়াতেই Operation Sindoor, কেন্দ্রের পাশে এককাট্টা বিরোধীরা
ভারতের পাল্টা পদক্ষেপে লাহোরে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাহোরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাকিস্তানি সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করে। অন্যান্য সীমান্তবর্তী এলাকাতেও বিস্ফোরণের খবর আসে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) দুপুর ২:৩৪ মিনিটে একটি বিবৃতি জারি করে জানায় যে পাকিস্তানের যুদ্ধং দেহি মনোভাব ব্যর্থ হয়েছে এবং ভারত সঠিকভাবে পাক হামলার জবাব দিয়েছে। লাহোরে এয়ার ডিসেন্স সিস্টেম গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাকিস্তানের বুক চিরে ভারতের 'অপারেশন সিঁদুর', নিখুঁত হানায় কমপক্ষে ১০০ জঙ্গির মৃত্যু, জানালেন রাজনাথ
৭ ও ৮ মে মধ্য রাতে পাকিস্তান ভারতের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। সে তালিকায় ছিল অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, চণ্ডীগড়, ভুজ সহ ১৫টি শহর। তবে, ভারতের কাউন্টার ইউএএস (Unmanned Aerial System) ও এয়ার ডিফেন্স ব্যবস্থা সফলভাবে এই আক্রমণগুলিকে প্রতিহত করে। হামলার পরে বিস্ফোরক ও ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে, এর পরই পাকিস্তানের যোগসূত্রের বিষয়টি নিশ্চিত করে ভারত।
This morning, the Indian Armed Forces targeted Air Defence Radars and systems at a number of locations in Pakistan. Indian response has been in the same domain with same intensity as Pakistan. It has been reliably learnt that an Air Defence system at Lahore has been neutralised.… pic.twitter.com/z2OexT2nJP
— ANI (@ANI) May 8, 2025
কোন অস্ত্রে পাক বধ? ভয়ঙ্কর এই অবিশ্বাস্য প্রযুক্তি সম্পর্কে জানলে গর্ব হবে
বৃহস্পতিবার সকালে ভারতীয় সশস্ত্র বাহিনী সীমান্ত পার করে পাকিস্তানের একাধিক ঘাঁটিতে টার্গেটেড স্ট্রাইক করে। বিশেষত, লাহোরে পাকিস্তানের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। এর ফলে ইসলামাবাদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরদিকে নিয়ন্ত্রণ রেখা বরাবর কুপওয়ারা, বারামুল্লা, উরি, পুঞ্চ, মেন্ধার ও রাজৌরি সেক্টরে পাকিস্তানি সেনাবাহিনীর মর্টার শেল নিক্ষেপে মৃত্যু হয়েছে ১৬ জন নিরীহ নাগরিকের। তাদের মধ্যে রয়েছেন ৩ জন মহিলা ও ৫ জন শিশু।
উত্তেজনা আবহে ট্রাম্পের গর্জন, ভারত নাকি পাকিস্তান কাকে সমর্থনের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের?
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান ৭ মে রাতে অবন্তীপুরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, বাথিন্ডা, চণ্ডীগড়, এবং ভুজ-এর মতো উত্তর ও পশ্চিম ভারতের গুরুত্বপূর্ণ সামরিক স্থান লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে। তবে ভারতীয় সেনাবাহিনী সেই হামলাগুলি সফলভাবে প্রতিহত করে। পরদিন সকালে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ভারত পাকিস্তানের একাধিক স্থানে এয়ার ডিফেন্স রাডার ও সিস্টেমে হামলা চালায়। এরমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো লাহোরে একটি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে, জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।