Operation Sindoor: 'সিঁদুর নিয়ে নাটক BJP-র, পাকিস্তানের সঙ্গে ফিটিং', TMC বিধায়কের মন্তব্যে তোলপাড়

Operation Sindoor-Political controversy: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেনার এই অপারেশন নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।

Operation Sindoor-Political controversy: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে অপারেশন সিঁদুর চালায় ভারত। সেনার এই অপারেশন নিয়েই এবার বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের।

author-image
IE Bangla Web Desk
New Update
Operation Sindoor  ,Narendranath Chakraborty  ,Trinamool Congress (TMC)  ,Bharatiya Janata Party (BJP)  ,Political drama  ,Pakistan,  Assembly proposal,  Political controversy,অপারেশন সিঁদুর,  নরেন্দ্রনাথ চক্রবর্তী,  তৃণমূল কংগ্রেস  ,বিজেপি  ,নাটক,  পাকিস্তান , বিধানসভা প্রস্তাব  ,রাজনৈতিক বিতর্ক

TMC MLA Narendranath Chakraborty: তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

এবার অপারেশন সিঁদুর নিয়ে সাংঘাতিক অভিযোগ তুললেন পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। জঙ্গি হামলার তিন দিন আগে সেখানকার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া হয়েছিল, এমন সাংঘাতিক অভিযোগে তোলপাড় ফেলে দিয়েছেন এই বিধায়ক। তবে তৃণমূল বিধায়কের এমন মন্তব্যের কলা সমালোচনায় সড়ক রাজ্য বিজেপি।

Advertisment

কী বলেছেন ওই তৃণমূল বিধায়ক?

"সিঁদুর নিয়ে নাটক শুরু করেছে BJP। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। হিন্দু হিন্দু খেলে সাম্প্রদায়িক বিভাজনের গেমপ্ল্যান। 
সিঁদুরকে নিয়ে যদি খেলা করে তাকে উচিত শিক্ষা দিতে হবে। তাদের ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। গোটাটাই নাটক, যুদ্ধ যুদ্ধ খেলা। পহেলগাঁওয়ে পর্যটকরা বেড়াতে এসেছে, কাশ্মীরে ১০ ফুট দূরে- দূরে জওয়ানরা থাকেন। পহেলগাঁও-সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে জওয়ানরা থাকে। একদল দুষ্কৃতী চলে এল, তার তিন আগে সব নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হল।"

Advertisment

এদিকে, দেশের সেনাকে এভাবে অপমান নিয়ে সোচ্চার রাজ্য বিজেপি। গেরুয়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে লিখেছেন, "পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর এই জঘন্য এবং নিন্দনীয় মন্তব্য স্পষ্টভাবে প্রকাশ করে যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কতটা দেশবিরোধী বিষ ছড়ানোর চেষ্টা করছে। প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে তিনি নির্লজ্জভাবে দাবি করেছেন যে "ভারতের পাকিস্তানের সাথে মিল রয়েছে"! এই বক্তব্য কেবল আপত্তিকর নয় - এটি স্পষ্টতই দেশবিরোধী।"

আরও পড়ুন- Kolkata News Live Update:রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বাংলার ঘরে-ঘরে, কী কী থাকছে জানেন?

সুকান্ত আরও লিখেছেন, "দুঃখের বিষয় হল, তিনিই প্রথম নন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা "অপারেশন সিন্দুর" সম্পর্কে অশালীন এবং লজ্জাজনক মন্তব্য করেছেন। এটি স্পষ্টভাবে দেখায় যে তৃণমূল কংগ্রেস তার তুষ্টিকরণের রাজনীতিতে কতটা এগিয়ে যেতে ইচ্ছুক - কেবল বাংলার মহিলাদের সম্মানই নয়, জাতির মর্যাদাও বিক্রি করে দিচ্ছে, সবই ৩০% ভোট-ব্যাংক রাজনীতির জন্য!"

আরও পড়ুন- Digha Jagannath Temple: মুখ্যমন্ত্রীর আশ্বাসই সার! দিঘার জগন্নাথ মন্দিরে নিয়োগ ঘিরে মারাত্মক অভিযোগ

bjp TMC MLA OPERATION SINDOOR