Ram Navami Rallies in Kolkata: আজ রামনবমী। দেড় কোটি হিন্দুকে রাস্তায় নামার ডাক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। রাম নবমীর প্রস্তুতিতে কোন রকমের খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। ২৬-এই রাজ্যে বিধানসভা ভোট। হিন্দু ভোটকে টার্গেট করে রাজ্যের হিন্দুদের একজোট করতে মরিয়া বঙ্গ বিজেপি। রাম নবমীর দিন যে কোন ধরণের অশান্তি রুখতে তৎপর পুলিশ-প্রশাসন। সংবেদনশীল বলে চিহ্নিত ১০ পুলিশ জেলা ও পুলিশ কমিশনারেটকে। এই সব এলাকার দায়িত্বে ২৯ আইপিএস। ছোট ছোট গলিতে বাইকে চলবে নজরদারি। এর পাশাপাশি বড় মিছিলের উপর ড্রোনের মাধ্যমে চলবে নজরদারি। রামনবমীতে রাজ্যজুড়ে আড়াই হাজার মত শোভাযাত্রা হওয়ার কথা। কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আজ রবিবার ছুটির দিনেও খোলা থাকছে নবান্ন। বিশেষ কন্ট্রোল রুম থেকে পরিস্থিতি তদারকি করবেন খোদ এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম।
শুধুমাত্র শহর কলকাতাতেই সাড়ে তিন থেকে চার হাজার পুলিশকর্মীকে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন করা হচ্ছে। কাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বেরোবে রামনবমীর মিছিল। গোটা রাজ্যে ২৯ জন আইপিএস পদমর্যাদার অফিসারকে বিশেষ দায়িত্বে রাখা হচ্ছে। টহলদারি, পুলিশ পিকেটিং, সিসিটিভি, ড্রোনের সাহায্যে বিভিন্ন সংবেদনশীল এলাকায় বিশেষ নজরদারির বন্দোবস্ত করা হয়েছে।
সেই সঙ্গে জেলায়-জেলায় রামনবমীর দিন চূড়ান্ত নজরদারির বন্দোবস্ত থাকছে। কাল BJP ছাড়াও হিন্দুত্ববাদী সংগঠনগুলি রামনবমীর মিছিল করবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কাল রামনবমীর মিছিলের আয়োজন করেছে শাসকদল তৃণমূলও। কলকাতায় রামনবমীর মিছিল ঘিরে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি রুখতে তৎপর পুলিশ। শনিবারই লালবাজারে গুরুত্বপূর্ণ বৈঠকে পুলিশের শীর্ষর্কতারা। রামনবমীর আগেই হাওড়ার সাঁকরাইলে অস্ত্র হাতে সিংহ বাহিনীর মিছিল।
রামনবমীর আগের দিনই পশ্চিম মেদিনীপুরের বেলদায় মিছিলে হাঁটলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। তিনি এদিনের মিছিল থেকে বলেন, "উত্তেজনা কোথাও নেই, আনন্দে সবাই মিছিলে পা মিলিয়েছেন। যাদের ক্ষমতা হারানোর ভয় আছে তাদের মধ্যে উত্তেজনা রয়েছে"। মমতা সরকারকে নিশানা করে বর্ষীয়াণ বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, "রামনবমীতে উত্তেজনার নামে বিভেদ তৈরির চেষ্টা চলছে বাংলায়। পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। চিন্ময় প্রভু ওখানে এখানে হিরন্ময় প্রভু আক্রান্ত হচ্ছেন। আগামীকাল হাজার হাজার শোভাযাত্রা বেরোবে। পুলিশের আশঙ্কা রয়েছে,তারা হিন্দুদের ভয় দেখানো চেষ্টা করছেন। হিন্দুদের উৎসবে পুলিশ সুরক্ষা দিতে না। রামের ইচ্ছায় ভারতে পরিবর্তন আসছে মানুষের উচিত তাকে স্বাগত জানানো"।
তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "বিজেপি রাম নবমীকে রাজনৈতিক অনুষ্ঠানে পরিণত করার চেষ্টা করছে। তারা উন্নয়নের থেকে সরে এসে ধর্মের উপর রাজনীতি তৈরি করতে চাইছে। বিজেপি বাংলায় অশান্তি তৈরি করতে চায়। বাংলার মানুষ এটা সহ্য করবে না"।
আজ রাম নবমী। সেজে উঠেছে অযোধ্যার রামমন্দির। দুপুর ১২ টায় 'সূর্য তিলক'। নিরাপত্তার এলাহি আয়োজন রাম নগরী জুড়ে। এইদিন পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ আচারগুলির মধ্যে একটি হল সূর্য তিলক। সূর্যের রশ্মি দিয়ে রাম লালা মূর্তির প্রতীকী অভিষেক করা হয় বছরের এই দিনে। এর জন্য রুড়কীর সিবিআরআই-র বিজ্ঞানীরা পরিকল্পনা ও প্রকল্প তৈরি করেছেন। শনিবার ঠিক দুপুর ১২টায় হয় সূর্য তিলক। এর পর আজ রবিবার সূর্য তিলকের এই প্রক্রিয়া চার মিনিট ধরে চলবে। ধর্মীয় এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে, যাতে দেশ ও বিশ্বের ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তটি প্রত্যক্ষ করতে পারেন। রাম নবমী উৎসবের প্রাক্কালে অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মত। ভিড় নিয়ন্ত্রণ এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশনে ২০০ জন আরপিএফ কর্মী মোতায়েন করা হয়েছে। পুরো স্টেশন চত্ত্বরে ২৩৫টি সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। অযোধ্যায় আগত ভক্তদের যাতে কোনও সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রশাসনের তরফে সমস্ত ব্যবস্থা করা হয়েছে।