pahalgam terror attack: স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! বিমানবন্দরে কফিন বন্দি দেহ নামতেই চোখের জলে ভাসল বাংলা

pahalgam terror attack: পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে গুলিতে নিহত বাংলার দুই পর্যটকের দেহ অবশেষে কলকাতায় পৌঁছাল। দমদম বিমানবন্দরে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও পরিবারের সদস্যরা।

pahalgam terror attack: পহেলগাঁওয়ে স্ত্রী-সন্তানদের সামনে গুলিতে নিহত বাংলার দুই পর্যটকের দেহ অবশেষে কলকাতায় পৌঁছাল। দমদম বিমানবন্দরে উপস্থিত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও পরিবারের সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
dead body of 2 bengali tourist are Return Back From kashmir to kolkata

শূন্য সিঁথি, চোখে জল, ভগ্ন হৃদয়! কাশ্মীর থেকে বাংলায় ফিরল ২ পর্যটকের নিথর দেহ

স্ত্রী-সন্তানদের সামনেই গুলিতে ঝাঁঝরা! অবশেষে কলকাতায় এসে পৌঁছাল বাংলার দুই পর্যটকের নিথর দেহ। এয়ার ইন্ডিয়ার ২৪০৩ কার্গো বিমানে করে দুই পর্যটক সমীর গুহ ও বিতান অধিকারীর দেহ দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছায়। সন্ধ্যা ৭টা বেজে ২৯ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ কার্গো বিমানে করে দুই পর্যটকের দেহ দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয়। বিমানবন্দরে হাজির হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকরা। পাশাপাশি উপস্থিত রয়েছেন পরিবারের সদস্যরা।

Advertisment

পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের ৩ পর্যটকের। তাদের মধ্যেই দু'জনের নিথর দেহ ইতিমধ্যেই কলকাতায় ফিরিয়ে আনা হয়েছে। সন্ধ্যা ৭টা বেজে ২৯ মিনিটে বাংলার দুই পর্যটক সমীর গুহ ও বিতান অধিকারীর দেহ দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছায়। সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। রয়েছে প্রশাসনিক উচ্চ পর্যায়ের আধিকারিকরা। বিমানবন্দরে দেহ নামতেই চোখের জলে ভাসল বাংলা। পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে আর ফেরা হল না তিন পর্যটকের। উপত্যকায় জঙ্গিদের বর্বরোচিত হামলায় নিহত হয়েছেন এরাজ্যের তিন পর্যটক। অবশেষে দেহ ফিরল রাজ্যে। দমদম বিমানবন্দরে দেহ নামতেই কান্নায় ভাসল পরিবার, আত্মীয় স্বজনরা। চোখের জলে ভেসে গেল গোটা বাংলা।

 'বদলা' চেয়ে ফুঁসছে দেশ! 'আগুনে প্ল্যান' রেডি?

পুরুলিয়ার মণীশ রঞ্জন মিশ্র রয়েছেন নিহতদের তালিকায়। মণীশের বাড়ি পুরুলিয়ার ঝালদার ৫ নম্বর ওয়ার্ডে। মণীশ ইন্টেলিজেন্স ব্যুরোর একজন অফিসার ছিলেন। কর্মসূত্রে পরিবার নিয়ে হায়দ্রাবাদে থাকতেন তিনি। নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন মণীশ। পরিবার নিয়ে পহেলগাঁওতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

Advertisment

সেখানেই তাঁর স্ত্রী-সন্তানের সামনে জঙ্গিরা তাকে গুলি করে খুন করে। জানা গিয়েছে, মনীশের পরিবারের অন্যান্য সদস্যরাও তাঁর সঙ্গে কাশ্মীরে দেখা করবেন বলে সড়কপথে রওনা দিয়েছিলেন। ঝালদা থেকেই তাঁরা কাশ্মীরের উদ্দেশে যাচ্ছিলেন। তবে মাঝপথে এই হত্যাকাণ্ডের খবর পান মনীশের পরিবারের সদস্যরা। তারপরেই তাঁরা ফিরে আসেন। মণীশের এই মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জঙ্গি হামলায় নিহত হয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারীর। বিতান আমেরিকার ফ্লোরিডায় একটি তথ্য প্রযুক্তি সংস্থার চাকরি করতেন। গত ৮ এপ্রিল কাশ্মীরে বেড়াতে যাবেন বলে তিনি দেশে ফিরেছিলেন। স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে তিনিও গিয়েছিলেন কাশ্মীরে বেড়াতে। সেখানে জঙ্গিদের নিশানা হন বিতান। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন বেহালার বৈশালী পার্ক এলাকার বাসিন্দা সমীর গুহও। 

গতকাল হামলার প্রসঙ্গে গর্জে উঠে শুভেন্দু বলেন, "ইজরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিটিয়ে দিয়েছে, আমরা চাই সেভাবে পাকিস্তানকে মাটিতে মিশিয়ে দেওয়া হোক। আমরা যারা সনাতনী ভারতীয় আমরা ২৪ ঘন্টার মধ্যে ২৬০ টি দেহ চাইছি। আমি দেশের প্রধানমন্ত্রী, আর্মিকে এই অনুরোধ জানাচ্ছি। ভারতীয় হিন্দু বলে খুন, ভারতীয় সনাতনীরা ঐক্যবদ্ধ হোক। এই ধর্মযুদ্ধে হিন্দুরা জয়ী হবে, জেহাদিরা পরাস্ত হবে।  বাংলার মুখ্যমন্ত্রী ইসলামিক সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে একটি শব্দও বলেনি, স্রেফ মুসলিম ভোটব্যাঙ্ককে মাথায় রেখে"। 

Pahalgam