INDIA-PAKISTAN TENSION: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি, পাক সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড় বিশ্ব

INDIA-PAKISTAN TENSION: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এবার সরাসরি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি স্পষ্টভাবে বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ ....

INDIA-PAKISTAN TENSION: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এবার সরাসরি ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি স্পষ্টভাবে বলেন, পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর দেশ ....

author-image
IE Bangla Web Desk
New Update
Pakistan Army Chief Asim Munir, nuclear war threat, Indus Water Treaty, India-Pakistan conflict, United States, WMD weapons, Operation Sindur, Pakistan military, international politics, US military cooperation

পাক সেনাপ্রধানের মন্তব্যে তোলপাড় বিশ্ব

INDIA-PAKISTAN TENSION: আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এবার সরাসরি  ভারতকে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। তিনি সতর্ক করে বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে  পাকিস্তান যদি অস্তিত্বের সংকটে পড়ে, তাহলে পাকিস্তান পুরো অঞ্চলকে পারমাণবিক সংঘর্ষের দিকে ঠেলে দেবে।

Advertisment

আরও পড়ুন- বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক

মুনিরের কথায়, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ, যদি আমাদের মনে হয় আমরা ডুবে যাচ্ছি, তাহলে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুবন।” মার্কিন মাটিতে এই প্রথম কোনও পাক সেনাপ্রধানের মুখে এমন হুমকি সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে। দু'মাসের মধ্যে এই নিয়ে পাকিস্তানি সেনাপ্রধান দ্বিতীয়বারের মতো আমেরিকা সফরে এসেছেন। এর আগে ১৮ জুন প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানানো হয়। এই সফরের সময় তিনি নোবেল পুরস্কারের জন্য মার্কিন রাষ্ট্রপতির নাম সুপারিশ করেছিলেন।

Advertisment

আরও পড়ুন- বছর ঘুরলেই বিধানসভা ভোট, দলের দ্বন্দ্বে তপ্ত দুই জেলাকে নিয়ে বৈঠকে অভিষেক

দ্য প্রিন্টের প্রতিবেদন অনুসারে, মুনির অভিযোগ করেন যে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দিয়েছে, যার ফলে পাকিস্তানের আড়াই কোটি মানুষ অনাহারে মৃত্যু হতে পারে। তিনি হুমকি দিয়ে বলেন, ভারত বাঁধ তৈরি করলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র ছুঁড়ে সেটি ধ্বংস করবে। মুনির দাবি করেন, সিন্ধু নদীর উপর ভারতের কোনও ব্যক্তিগত মালিকানা নেই। তবে অপারেশন সিন্দুরের মাধ্যমে পিওকে সহ পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়ে ভারত পাকিস্তানকে জোরালো বার্তা দিয়েছে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া জবাব দিতে ভারত তৈরি। 

pakistan India-Pakistan