/indian-express-bangla/media/media_files/mbakHWvxPyqb5sIdL5gN.jpg)
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Abhishek Banerjee: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে দলের সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে জেরাদার তাৎপরতা নিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গত কয়েকদিন একাধিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর বৈঠক উত্তর দিনাজপুর এবং বহরমপুর সাংগঠনিক জেলার তৃণমূল নেতৃত্বকে নিয়ে।
সোমবার দুই জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে এবং এলাকায় দলের সাংগঠনিক ফাঁকফোকর মেরামতে আরও কী কী করণীয় সে ব্যাপারেই দলে স্থানীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দলের সাংগঠনিক জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠক শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে গত ৪ আগস্ট আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। তারপর তাঁর বৈঠক হয়েছে জলপাইগুড়ি, মালদা জেলার নেতৃত্বকে নিয়ে।
এবার আজ সোমবার বহরমপুর এবং উত্তর দিনাজপুর জেলার সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুই জেলাতেই শাসকদলের গোষ্ঠী কোন্দল মাঝেমধ্যেই মারাত্মক আকার নেয়। সেই ব্যাপারে তাঁদের সঙ্গে আলোচনা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-kolkata wethar update:ফের এক দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় হাওয়া বদল মুহূর্তেই?