/indian-express-bangla/media/media_files/2025/04/26/CfS6YRxLhwz4kziOk0AT.jpg)
পহেলগাঁও কাণ্ডে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ল লন্ডনের রাস্তায়, ভারতীয়দের 'গলা কাটার ইঙ্গিত' পাক আধিকারিকের
Indian protest Outside Pakistani embassy in London: পহেলগাঁও হামলার বিক্ষোভ এবার আছড়ে পড়ল লন্ডনেও। জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে ভারতীয় প্রবাসী সমাজ। এরই প্রেক্ষিতে লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভে অংশ নেন তারা। ঠিক সেই সময়ই ভারতীয়দের প্রতি 'প্রতিশোধমূলক অঙ্গভঙ্গির' অভিযোগ উঠেছে পাকিস্তান সেনাবাহিনীর একজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে। এই সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে
লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সেনাবাহিনী ও বিমান বাহিনীর উপদেষ্টা কর্নেল তৈমুর রাহাত-এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি এক হাতে ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমানের একটি পোস্টার ধরে আছেন এবং হঠাৎ অপর হাত দিয়ে তিনি প্রবাসী ভারতীয়দের লক্ষ্য করে গলা কাটার ইঙ্গিত করছেন।
'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে শুক্রবার ৫০০ জনেরও বেশি প্রবাসী ভারতীয় লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং ভারতের জাতীয় পতাকা নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্লোগান তোলেন। এই প্রতিবাদ ছিল সন্ত্রাসের বিরুদ্ধে এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।
এবিষয়ে ভারতীয়দের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে “এই প্রতিবাদ ছিল ন্যায়বিচার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে। কিন্তু পাকিস্তান হাইকমিশনের কর্মকর্তাদের আচরণ ছিল অত্যন্ত লজ্জাজনক। যখন বিশ্ব এই ঘটনায় শোক প্রকাশ করছে, তখন দূতাবাসে উচ্চস্বরে সঙ্গীত বাজানো হয়েছে, অবমাননাকর অঙ্গভঙ্গি করা হয়েছে।”
'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের
Pakistan Army Defence Attaché Colonel Taimur Rahat publicly gestured towards Indian protestors to slit their throats.
— Sann (@san_x_m) April 26, 2025
He must be taught a lesson for life. Unknown men, this guy should be top on your list. 😡 pic.twitter.com/iQftGXt2IW
"পাকিস্তান জঙ্গিবাদের কারখানা গড়ে তুলেছে" — বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভকারীদের মতে, পাকিস্তান সন্ত্রাসবাদীদের দিনের পর দিন মদত দিয়ে চলেছে। এক বিক্ষোভকারী বলেন, “আমরা পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এখানে এসেছি। পহেলগাঁওয়ে আমাদের ২৬ জন নিরীহ পর্যটক নিহত হয়েছেন। এর জবাব চাই আমরা।” আরেকজন প্রতিবাদকারী বলেন, “যদি পাকিস্তান এই হামলার নিন্দা না করে, তাহলে পরিষ্কার বোঝা যাবে তারা সন্ত্রাসবাদকে প্রত্যক্ষ মদত দিয়ে চলেছে"।