Pahelgam News: 'ওই দেশটা থাকলে আরও বাচ্চা বাবা হারাবে', পাকিস্তানকে ধুলোয় মেশানোর ডাক নিহত জওয়ানের স্ত্রীয়ের

Jhantu Ali Shaikh-Kashmir Attack: জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখ। শুক্রবার রাতে তাঁর মরদেহ এসে পৌঁছোয় কলকাতা। শনিবার সকালে তেহট্টের বাড়িতে পৌঁছোয় মরদেহ।

Jhantu Ali Shaikh-Kashmir Attack: জম্মু কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন নদিয়ার তেহট্টের বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখ। শুক্রবার রাতে তাঁর মরদেহ এসে পৌঁছোয় কলকাতা। শনিবার সকালে তেহট্টের বাড়িতে পৌঁছোয় মরদেহ।

author-image
IE Bangla Web Desk
New Update
pahelgam terror attack jhantu ali shaikh wife reaction,ঝন্টু আলি শেখ

Kashmir Attack: নিহত জওয়ান ঝন্টু আলি শেখ।

জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জনের। যার মধ্যে এ রাজ্যেরও ৩ পর্যটক রয়েছেন। পহেলগাঁওয়ের জঙ্গিদের খোঁজে কাশ্মীরের জায়গায়-জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। তেমনই এক তল্লাশিতে গিয়ে জঙ্গিদের গুলিতে শহিদ হন নদিয়ার তেহট্টের বাসিন্দা ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কম্যান্ডো ঝন্টু আলি শেখ। ঝন্টুর নিথর দেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে তাঁর গোটা পরিবার, শোকাচ্ছন্ন গোটা গ্রাম।

Advertisment

স্বামীর এমন বীরের মৃত্যুতে ভেঙে পড়লেও ঝণ্টুর জন্য গর্বের শেষ নেই তাঁর স্ত্রীর। পহেলগাঁওয়ে মূলত হিন্দু পর্যটকরাই টার্গেট ছিল জঙ্গিদের। সেই হামলাকারী জঙ্গিদের খোঁজ চালাতে গিয়েই সন্ত্রাসবাদীদের গুলিতে শহিদ হন বাংলার এই বীর জওয়ান। পহেলগাঁও-সহ কাশ্মীরের অন্যান্য জায়গায় সন্ত্রাসবাদী হামলাই হোক বা সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশ করানো....সবেতেই পাকিস্তানের হাত রয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে এবার পাকিস্তানকে নিশানা করে ঝন্টু শেখের স্ত্রী শাহনাজ পারভিন বললেন, "আমরা মুসলিম, ওরাও মুসলিম, কিন্তু ওদের মনে রয়েছে বিদ্বেষ।"

সদ্য স্বামীহারা পারভিনের একটাই দাবি, "আমি ওদের (পাকিস্তান) শাস্তি চাই। আমারও ছোট-ছোট বাচ্চা আছে। ওই দেশটা (পাকিস্তান) থাকলে আরও বাচ্চা বাবাহারা হবে।" পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার আরও কঠোর পদক্ষেপ করুক, এমনই চাইছেন নিহত ঝন্টু শেখের স্ত্রী পারভিন।

আরও পড়ুন- West Bengal News Live:বাবা-ছেলের দেহ উদ্ধার, আত্মহত্যা? নাকি নেপথ্যে অন্য কারণ? তদন্তে পুলিশ

Advertisment

শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত বাঙালি সেনা ঝন্টু আলি শেখের কফিনবন্দি দেহ কলকাতা বিমানবন্দরে নামানো হয়। সেখান থেকে ব্যারাকপুরে এনে শনিবার সকালে গার্ড অব অনার দেওয়া হয় শহিদ ভারতীয় সেনার স্পেশাল ফোর্সের কম্যান্ডো ঝন্টু আলি শেখকে। তারপর তাঁর মরদেহ নিয়ে রওনা হয় নদিয়ার তেহট্টের বাড়িতে।

আরও পড়ুন- Jagannath Temple: দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগে গান লিখলেন মমতা, সুরও তাঁর, গাইলেন কে জানেন?

pahalgam terror attack Bengali News Today Terrorist Attack