/indian-express-bangla/media/media_files/2024/11/07/MKLVemBAE6Oexa1EsiYT.jpg)
Supreme Court: সুপ্রিম কোর্ট।
অযোগ্যদের যে তালিকা এর আগে স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছিল তাতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। ফের একবার সর্বোচ্চ আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে SSC-কে আবার বিস্তারিতভাবে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এদিন সুপ্রিম কোর্টে এসএসসি-র আইনজীবী জানিয়েছেন, আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। শীর্ষ আদালত সে ব্যাপারে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে।
বহু কাঠখড় পুড়িয়ে শেষমেষ রাজ্যের স্কুলগুলিতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। সেই পরীক্ষা নেওয়ার আগে অযোগ্যদের নামের একটি তালিকাও প্রকাশ করেছিল এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের প্রকাশ করা অযোগ্যদের নামের তালিকা দেখে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চের বক্তব্য, এসএসসি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছে তা স্পষ্ট নয়। স্কুল সার্ভিস কমিশনকে আবারও বিস্তারিতভাবে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করতে হবে।
এদিন এই মামলার শুনানিতে এসএসসির আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, "অযোগ্যদের নামের তালিকা প্রকাশের ক্ষেত্রে কোনও গোপনীয়তা রাখবেন না। বিস্তারিতভাবে দাগিদের নামের তালিকা প্রকাশ করতে হবে। এক্ষেত্রে বিষয়টি স্পষ্ট না হলে পরবর্তী সময়ে ফের আইনি জটিলতা তৈরি হতে পারে।"
আদালতের এই বক্তব্যের পরেই স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে আবার অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করা হবে। উল্লেখ্য, এর আগে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষার আগে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। অযোগ্য ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন- Baruipur News: নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, দুই অভিযুক্তের নাটকীয় গ্রেফতারি চর্চায়!
সুপ্রিম স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, অযোগ্য প্রার্থীরা যাতে কোনওভাবে নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে না পারে সে ব্যবস্থা করতে হবে রাজ্যকেই। সেই মতো নতুন নিয়োগ পরীক্ষায় অযোগ্যদের মধ্যে যারা আবেদন করেছিলেন তাদের আবেদনপত্র পরে বাতিল করা হয়। যদিও এসএসসি-র তরফে প্রকাশ করা অযোগ্যদের নামের তালিকা দেখে সন্তুষ্ট হয়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে এবার ফের দাগিদের নামের আরও একটি তালিকা প্রকাশ করতে পারে এসএসসি।