Building Collapse Near Ganpati Mandir: গনেশ চতুর্থীর দিনেই ভয়াবহ দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত্যু....

Building Collapse Near Ganpati Mandir: মহারাষ্ট্রের পালঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল গভীর রাতে ভাসাইয়ের নারঙ্গি রোড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে এবং আরও নয় জন আহত হয়েছেন।

Building Collapse Near Ganpati Mandir: মহারাষ্ট্রের পালঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল গভীর রাতে ভাসাইয়ের নারঙ্গি রোড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে এবং আরও নয় জন আহত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

গনেশ চতুর্থীর দিনেই ভয়াবহ দুর্ঘটনা!

Building Collapse Near Ganpati Mandir: গনেশ চতুর্থীর মাঝেই মহারাষ্ট্রের পালঘরে ভয়ঙ্কর দুর্ঘটনা। গতকাল গভীর রাতে ভাসাইয়ের নারঙ্গি রোড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই দুর্ঘটনায় এক শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে এবং আরও নয় জন আহত হয়েছেন। প্রশাসনের তরফে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

মঙ্গলবার ও বুধবার (২৭-২৮ আগস্ট) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে বিজয় নগর ভিরার পূর্বের গণপতি মন্দিরের কাছে। হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চারতলা বহুতল।  ঘটনায় এখন পর্যন্ত দু জনের মৃত্যু হয়েছে এবং নয় জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও ১৫-২০ জন মানুষ চাপা পড়ে আছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাত প্রায় ১টার সময় ভবনটির পিছনের অংশ ভেঙে পড়ে। এই ভবনটি ১০ বছর আগে নির্মিত হয়েছিল। কর্পোরেশন ইতিমধ্যেই বহুতলটিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছিল।

আরও পড়ুন- বৈষ্ণোদেবী মন্দির যাত্রাপথে মৃত্যুমিছিল..! নাগাড়ে বৃষ্টিতে লন্ডভন্ড জম্মু-কাশ্মীর, শোকবার্তা মোদীর

Advertisment

ঘটনার খবর পেয়েই কর্পোরেশনের আধিকারিকরা, পুলিশ এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) উদ্ধারকাজে নেমেছে। সরু গলির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ফলে অ্যাম্বুলেন্স বা জেসিবি মেশিন ঘটনাস্থলে পৌঁছতে পারছে না। এনডিআরএফের কর্মীদের হাত দিয়ে ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ইতিমধ্যেই আরও একটি এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে।

স্থানীয় বিধায়ক স্নেহা পণ্ডিত দুবে জানান, দুর্ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত জটিল। এখনও পর্যন্ত নয় জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে আরও ২০ জনের মতো মানুষ ধ্বংসস্তূপে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। উদ্ধারকর্মীরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।ধ্বংসস্তূপ সরাতে জরুরি ভিত্তিতে জেসিবি মেশিনের প্রয়োজন হলেও সরু রাস্তার কারণে মেশিন নিয়ে ঢোকানো যাচ্ছে না। ফলে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। 

আরও পড়ুন-এটাই ভারতের সবচেয়ে 'ধনী গনেশ', বিমার কভারেজ কয়েকশো কোটি!

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার কারণে ওই অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের গণেশ উৎসবের আনন্দ মুহূর্তেই ম্লান হয়ে গেছে। ভিড় নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অস্থায়ী ব্যারিকেড বসানো হয়েছে। ইতিমধ্যেই বহুতলের বাকি অংশ পরীক্ষা করে দেখার কাজ চলছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আবাসনের বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে।

building collapse