Advertisment

পঞ্চায়েত ভোট যেন কুরুক্ষেত্রের ময়দান, বারাসতে নির্দল সমর্থককে পিটিয়ে খুনের চেষ্টা

পঞ্চায়েত ভোট শুরুর আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা।

IE Bangla Web Desk এবং Joyprakash Das
New Update
panchayat election 2023 barasat murder

বারাসতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।

ফের খুনের চেষ্টা। ভোটের আগের রাতেই এবার অশান্তি উত্তর ২৪ পরগনার বারাসাতে। নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ। আরও বেশ কয়েকজনকে ব্যাপক মারধরের অভিযোগ। চূড়ান্ত ক্ষোভ ভোট শুরুর আগে তুমুল বিক্ষোভ বারাসতের কদম্বগাছিতে। বহিরাগতদের এনে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আতঙ্কে এলাকাছাড়া বহু তরুণ। পুলিশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ বাসিন্দাদের। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ক্যাম্পে ছিলেন নির্দল প্রার্থীর সমর্থকরা। সেই সময়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাঁশ, কুড়ুল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। কোদালের বাঁট নিয়ে ব্যাপক মারধরের অভিযোগ নির্দল সমর্থকদের। আতঙ্কে এলাকাছাড়া বহু তরুণ। পুলিশ খবর পেলেও উপযুক্ত ব্যবস্থা নেয়নি বলে দাবি করেছেন নির্দল অনুগামীরা। তৃণমূলের প্রার্থীর স্বামীর নেতৃত্বে হামলা চলে বলে অভিযোগ তাঁদের।

এদিকে সকাল হকতেই বিক্ষোভে উত্তাল হয় কদম্বগাছি এলাকা। রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। হামলার বিচার চেয়ে পথে নামেন বহু মানুষ। দোষীদের গ্রেফতার করা না পর্যন্ত ভেটা হবে না বলেও হুঁশিয়ারি দেন কেউ কেউ। পরিস্থিতি সামাল দিতে কার্যত হিমশিম দশা হয় পুলিশের। আজ নিহতের বাড়িতে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

নির্দল প্রার্থী তসলিমা বিবি বলেন, 'গতকাল রাতে বাড়িতে গিয়ে মেরেছে। পিস্তল, বোমা, লাঠি নিয়ে এসে হামলা চালায়। কয়েকজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। তাদের একজন মারাও গেছে। হেরে যাবে বুঝে বাইরে থেকে গুণ্ডা এনে এসব করেছে। আমাকে বেধড়ক মেরেছে। আমার বোন ও জায়েদেরও মেরেছে। আমার এখন আর ভোট চাই না।'

panchayat election 2023 panchayat election Barasat
Advertisment