পঞ্চায়েত ভোটের দিনও পশ্চিমঙ্গে বেলাগাম হিংসা জারি। মুড়িমুড়কির মতো বোমাবাজি, ছাপ্পা ভোটের খবর আসছে। প্রথম পাঁচ ঘন্টাতেই ৭টি খুনের ঘটনা ঘটেছে। একে অপরকে দুষছে শাসক বিরোধী শিবির। এই ভয়ঙ্কর পরিস্থিতির জন্য রাজ্য নির্বাচন কমিশনার ও মুখ্যমন্ত্রীকে দুষলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কী দাবি শুভেন্দুর?
এদিন টুইটে পঞ্চায়েত ভোট নিয়ে নিজের কথা লিখেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন রাক্ষসতন্ত্রের কার্নিভাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রাক্ট কিলার হলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্য জুড়ে মমতার পরিকল্পনা বাস্তবায়ন করছেন কমিশনার। এটাই তাঁদের গণতান্ত্রিক মডেল।'
একই সঙ্গে বেশ কয়েকটি হিংসার ছবিও নিজের লেখার সঙ্গে পোস্ট করেছেন বিরোধী দলনেতা।
আরও পড়ুন- Live Updates: ২০১৮-এর সন্ত্রাসকে বলে বলে ১০ গোল! ‘২৩-এর ভোটে বাংলায় রক্তস্নান!
এদিকে তুলকালাম হলেও পঞ্চায়েত নির্বাচনের প্রথম তিন ঘন্টা কোনও ভ্রুক্ষেপ ছিল না রাজ্য নির্বাচন কমিশনের। এরপর বেলা ১১টা নাগাদ কমিশনার রাজীব সিনহা দফতের এলে সব জেলার জেলা শাসক ও পুলিশ সুপারকে টেক্সট ম্শাজা পাঠানো হয় কমিশনের তরফে। সেখানে বলা হয়েছে, 'জানি আপনারা সবাই আগুন নেভাতে আর অভিযোগ সামলাতে ব্যস্ত। তবুও বিরক্ত করছি। জেলা ধরে ধরে কোথায় কোন বুথে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে তার তালিকা দিন। ওই তালিকা স্পর্শকাতর ও স্পর্শকাতর নয় এমন শ্রেণিতে ভাগ করে দিন। কত বাহিনী মোতায়েন করা হয়েছে সেই হিসাব চাইছি না।'