Advertisment

বাজি তৈরির সময় বিস্ফোরণ, রক্তাক্ত কিশোরের মর্মান্তিক মৃত্যু, প্রাণ খোয়ালেন গৃহবধূও

মঙ্গলবার সকালে হঠাৎই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ওই বাড়িতে। বিস্ফোরণের জেরে বাড়ির একাংশ ভেঙে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
panskura bomb explosion, 2 are died

বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত বাড়ির ছবি। তখনও বাড়িতে মজুত বেশ কিছু বাজি। ছবি: কৌশিক দাস।

বিস্ফোরণে মৃত্যু দু'জনের। বিস্ফোরণের জেরে গুরুতর জখম আরও ৫। ভয়াবহ এই বিস্ফোরণটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার পূর্ব চিলকার সাধুয়াপোতা গ্রামে। একটি পাকা বাড়িতে আতসবাজি তৈরির কাজ চলছিল। কোনওভাবে বাজি ফেটে গিয়েই এই বিপত্তি বলে অনুমান। বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে পড়েছে। আতসবাজি তৈরির আড়ালে বোমা তৈরির কাজ চলছিল, হঠাৎই একটি বোমা ফেটে গিয়ে এই বিস্ফোরণ, এমনও অভিযোগ স্থানীয়দের কারও-কারও।

Advertisment

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁশকুড়ার সাধুয়াপোতা গ্রামে শ্রীকান্ত ভক্ত নামে এক ব্যক্তির বাড়িতে বাজি তৈরির কাজ চলছিল। বাইরে থেকেও বাজি এনে ওই বাড়িতে মজুত করা হয়েছিল। মঙ্গলবার সকালে আচমকা বিস্ফোরণে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্রীকান্ত ভক্তের বাড়ির একাংশ।

দৌড়ে তাঁর বাড়িতে গিয়ে জড়ো হন স্থানীয়রা। বাড়ির ভিতর সেই সময় রক্তাক্ত অবস্থায় কাতরাতে দেখা গিয়েছিল এক কিশোরকে। তার পাশে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় পড়েছিলেন এক মহিলা-সহ আরও বেশ কয়েকজন। স্থানীয়রা জানাচ্ছেন, অল্প কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।

আরও পড়ুন- স্ত্রীর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট খোদ স্বামীর, অপমানে আত্মঘাতী গৃহবধূ

বিস্ফোরণে জখম এক মহিলা-সহ বাকিদের তড়িঘড়ি তমলুক জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসা চলাকালীন গুরুতর জখম ওই মহিলার মৃত্যু হয়। মৃত মহিলা বাড়িমালিক শ্রীকান্ত ভক্তের স্ত্রী স্বর্ণময়ী ভক্ত। বিস্ফোরণে মৃত্যু আরও এক কিশোরের নাম শম্ভু সামন্ত।

তবে এদিনের ঘটনার পর থেকে নিখোঁজ বাড়ির মালিক শ্রীকান্ত ভক্ত। শ্রীকান্ত আতসবাজি তৈরির আড়ালে বোমা বাঁধার কাজও করত বলে সন্দেহ স্থানীয়দের। স্থানীয়রা জানিয়েছেন, শ্রীকান্ত দীর্ঘদিন ধরে বাজি তৈরি করতেন নিজের বাড়িতে। তাঁর বাড়িতে বাজি তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম মজুত ছিল। এদিকে, নিখোঁজ শ্রীকান্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Purba Medinipur West Bengal bomb blast
Advertisment