RG Kar Protest: এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করতে চান আরজি কর (RG Kar) মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতা মা-বাবা। ইমেইল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছেন তাঁরা। ঘটনাচক্রে মঙ্গলবার অমিত শাহের জন্মদিন। ইমেইলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন তাঁরা।
এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ আরজি করের নির্যাতিতার মা-বাবার। BJP নেতা সজল ঘোষের দাবি, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ইমেইল পাঠিয়ে তাঁর সময় চেয়েছেন নির্যাতিতার মা-বাবা। অমিত শাহের সঙ্গে দেখা করে তাঁরা কিছু কথা বলতে চান। শুধু তাই নয়, তাঁদের মেয়ের মর্মান্তিক পরিণতির বিষয়ে অমিত শাহ কী ভাবছেন, সেটাও তাঁরা জানতে চান। মেয়ের মর্মান্তিক পরিণতির পর থেকে তাঁরা অসহায় বোধ করছেন বলেও ইমেইল করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ওই দম্পতি।
উল্লেখ্য, আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতির পর বিক্ষোভে উত্তাল হয় বাংলা। সেই বিক্ষোভের গনগনে আঁচ এখনও রয়েছে। আরজি কর কাণ্ডের পরিপ্রেক্ষিতে সেই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদলের দাবিতে আমরন অনশন কর্মসূচি শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় মঞ্চ বেঁধে আমরন অনশন আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা।
সেই আন্দোলনে একে একে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেও দেখা গিয়েছে জুনিয়র ডাক্তারদের অনেককে। জট কাটাতে বারবার চেষ্টা দেখা গিয়েছে রাজ্যেরও। শেষমেষ গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা বৈঠকে বসেছিলেন। সেই বৈঠক শেষে ধর্মতলার অনশন মঞ্চে ফেরেন জুনিয়র ডাক্তাররা।
আরও পড়ুন- Junior Doctors Protest: অনশন তুললেও আন্দোলন চলবে, শনিবার মহাসমাবেশের ডাক জুনিয়র ডাক্তারদের
আরও পড়ুন- Anubrata Mondal: জেলা সভাপতির পদ ছাড়তে চান অনুব্রত, তার আগে শুধু একটি জিনিসই চাই, কী সেটা?
একটানা চলা অনশন আন্দোলন তাঁরা তুলে নেওয়ার ঘোষণা করেন। সেই সঙ্গে আজ মঙ্গলবারের স্বাস্থ্য ধর্মঘট কর্মসূচিও প্রত্যাহার করে নেওয়ার কথা বলেন তাঁরা। জুনিয়র ডাক্তারদের অনশন আন্দোলন তুলে নিতে বারবার অনুরোধ করেছে রাজ্য সরকার। তবে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, রাজ্যের অনুরোধে নয়, নির্যাতিতা তরুণীর মা-বাবার অনুরোধেই তাঁরা অনশন আন্দোলন প্রত্যাহার করে নিলেন।