/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/maa-flyover.jpg)
Maa Flyover: মা উড়ালপুল।
Part of the Maa Flyover closed for 5 hours every night due to renovation work: মা উড়ালপুল (Maa Flyover) দিয়ে যাতায়াতকারী প্রত্যেকের জন্যই বিরাট খবর। এবার থেকে প্রতিরাতে ৫ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের একাংশ। সংস্কারের কাজ চলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যতদিন পর্যন্ত কাজ না শেষ হবে ততদিন প্রতি রাতে ৫ ঘণ্টা মা উড়ালপুলের এই অংশটি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার থেকে প্রতি রাতে ৫ ঘন্টার জন্য বন্ধ রাখা হচ্ছে মা উড়ালপুলের একটি অংশ। রাত ১২টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মা উড়ালপুলের পার্ক সার্কাস থেকে বাইপাসগামী পূর্ব দিকের অংশটি বন্ধ রাখা হচ্ছে। কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা KMDA-এর তরফে সংস্কারের কাজের জন্যই মা উড়ালপুলের একাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যাতায়াতকারীদের সুবিধার্থে উড়ালপুলের এই অংশ বন্ধের জন্য বিকল্প রুটও জানানো হয়েছে পুলিশের তরফে। যে গাড়িগুলি মা উড়ালপুল ধরে বাইপাসের দিকে যাবে তাদের পার্ক সার্কাস থেকে সুরাবর্দি রোড, দরগা রোড, চার নম্বর ব্রিজ হয়ে যেতে পারবে।
কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যতদিন পর্যন্ত এই সংস্কারের কাজ শেষ না হবে ততদিন মা উড়ালপুলের একাংশ প্রতি রাতে ৫ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে।