স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের আরও ২ দিনের ইডি হেফাজত মঞ্জুর হল। কেন্দ্রীয় সংস্থা 'অপা'কে আরও চারদিন নিজেদের হেফাজতে চেয়েছিল। কিন্তু ৫ আগাস্ট পর্যন্ত পার্থ-অর্পিতার হেফাজত মঞ্জর করেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
এদিন সকালে ধৃত প্রাক্তন মন্ত্রী ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার জোকা ইএসআই-তে নিয়ো যাওয়া হয়। সেখানেই তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার বিপুল টাকা কার? তা নিয়ে এ দিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর মুখ খোলেননি তাঁরা।
এরপর পার্থ-অর্পিতাকে হাসপাতাল থেকে গাড়িতে ব্যাঙ্কশাল আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে 'অপা'কে দেখেই ওঠে 'চোর চোর' স্লোগান।
মঙ্গলবার প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে জোকার ইএসআই হাসপাতালে জুতো ছোড়েন শুভ্রা ঘড়ই নামে এক মহিলা। ফের যাতে এমন কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য পার্থের নিরাপত্তা জোরদার কড়া হয়েছিল। মঙ্গলবারের কথা মাথায় রেখে এদিন হাসপাতালে কাউকেই পার্থর কাছাকাছি ঘেঁষতে দেওয়া হয়নি।
হেফাজতে থাকাকালীন দু'জনকে জেরা করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রে খবর। তাঁদের যৌথ সম্পত্তির হদিশ মিলেছে বলে জানতে পেরেছেন ইডি গোয়েন্দারা। তল্লাশি চালান হয় বোলপুরের 'অপা' নামক বাড়িতেও।
প্রসঙ্গত, ইডি-র জেরায় প্রথমে সহযোগিতা না করলেও পরে পার্থ বলেছিলেন, সময় এলেই সঠিক তথ্য সামনে আনবেন। এমনটাই ইডি সূত্রে খবর। কিন্তু সেই সময় এখনও আসেনি। গতকালও কলকাতা-বরানগরে বিভিন্ন জায়গায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট ও পার্লারে হানা দেন ইডি আধিকারিকরা। তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তাঁরা। পণ্ডিতিয়া রোডে অর্পিতার একটি ফ্ল্যাট সিল করে দেওয়া হয়। বরানগরে নেল আর্ট পার্লারও সিল করা হয়েছে।
আরও পড়ুন ‘শুভ্রাদেবীকে ইতিহাসে জায়গা দেওয়া হোক’, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি বিজেপির অনুপমের
এদিকে, পার্থ-অর্পিতার সম্পত্তির হদিশ পেতে জেলায় জেলায় হানা দিলে ইডি আধিকারিকদের দল। বুধবার সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে ৬টি গাড়ি বেরিয়েছে। সূত্রের খবর, বীরভূম, উত্তর ২৪ পরগনার বিভিন্ন জায়গায় হানা দিতে পারে ইডি। ইতিমধ্য়েই এদিন সকালে শান্তিনিকেতনে পৌঁছে গিয়েছে বিশাল একটি দল। মঙ্গলবার রাতেই চলে আসে ইডি আধিকারিকদের টিম। শান্তিনিকেতনে পার্থর বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হতে পারে বলে খবর। অপা-সহ বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালানো হতে পারে। ইডি আধিকারিকদের সঙ্গে রয়েছে বিশাল কেন্দ্রীয় বাহিনী।