Advertisment

'অর্পিতার হাব ভাবে হতাশ পার্থ?' নিজের মৃত্যু প্রসঙ্গ টেনে বিচারককে কী বললেন?

নিয়োগ দুর্নীতির মামলায় ৩০০ দিনেরও বেশি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
partha chatterjee arpita mukherjee ed cbi court production info

নিয়োগ দুর্নীতি মামলায় আজ পার্থ চট্টোপাধ্যায়কে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়।

বান্ধবী অর্পিতা এখন তাঁকেই 'যত নষ্টের গোড়া' বলে ভাবছেন। ভরা আদালতে দাঁড়িয়ে পার্থকেই দুর্নীতির 'মাস্টারমাইন্ড' বলে দাবি করেছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। এবার পার্থ যেন আরও হতাশ। আদালতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বিচারকের উদ্দেশ্যে বলে উঠলেন, 'মরেই যদি যাই তবে বিচার করবেন কী করে?'। মোট কথা, জেলে তাঁর সঠিক চিকিৎসা হচ্ছে না বলে ফের একবার বিচারকের কাছে অভিযোগ এনেছেন পার্থ চট্টোপাধ্যায়। যা শুনে দ্রুত ব্যবস্থার আশ্বাসও দিয়েছেন বিচারক।

Advertisment

আলিপুর বিশেষ সিবিআই আালতে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছি। সেই শুনানিতেই মঙ্গলবার হাজির করানো হয়েছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। শুনানি চলাকালীন হঠাৎই এদিন উঠে দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তৃণমূলের অপসারিত মহাসচিব বলেন, ''আমি অসুস্থ। আমার অসুস্থতার কথা জেলের সুপার হাসপাতালকে লিখে দিচ্ছেন। হাসপাতাল ১০ দিন পর রিপোর্ট ফেরাচ্ছে। আক্রান্ত হওয়ার ১০ দিন পর চিকিৎসক এসে দেখবেন! এটা একটু দেখুন।''

আরও পড়ুন- মন্ত্রমুগ্ধ পরিবেশে ভুলে যাবেন সব স্ট্রেস! পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধনে মোহিত হবেনই!

পার্থ চট্টোপাধ্যায়ের এই বক্তব্য শোনার পর বিচারক তাঁকে জানিয়েছেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না। এব্যাপারে যা করণীয় তা করারও আশ্বাস দিয়েছেন বিচারক। এদিন দীর্ঘ সময় জেলবন্দি থাকার কথাও আদালতে জানান পার্থ চট্টোপাধ্যায়। করজোড়ে বিচারকের উদ্দেশ্যে তিনি বলেন, ''৩০০ দিনের উপর হয়ে গিয়েছে। মরে গেলে বিচার করবেন কী করে?''

এদিকে, নিয়োগ দুর্নীতিতে সব দায় এড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়কেই 'মাস্টারমাইন্ড' বলে দাবি করেছেন তাঁর একদা বান্ধবী অর্পিতা। আদালতে ঢোকার সময়ে অর্পিতার এই অভিযোগ প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও অর্পিতা সম্পর্কে কোনও মন্তব্য করেননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

cbi partha chatterjee ED SSC WB SSC Scam Arpita Mukherjee
Advertisment