scorecardresearch

SSC কাণ্ডে CBI জালে পার্থর ‘ভাগ্নি-জামাই’, বিপুল সম্পত্তির হদিশ, চাকরি ‘বেচে’ দুবাইয়েও হোটেল

এসএসসি দুর্নীতির তদন্তে নেমে নিউটাউন থেকে গ্রেফতার করা হয়েছে প্রসন্নকুমার রায় নামে ওই ব্যক্তিকে।

partha's relative prasanna roy arrested by cbi in ssc scam case
এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়কে গ্রেফতার করল সিবিআই।

এসএসসি দুর্নীতির তদন্তে নেমে এবার পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি-জামাইকে গ্রেফতার করল সিবিআই। ধৃত প্রসন্নকুমার রায় নামে ওই ব্যক্তিও চাকরি ‘বিক্রি’র চক্রের ‘মিডলম্যান’ হিসেবে কাজ করত বলে দাবি সিবিআই সূত্রের। এর আগে ধৃত আর এক ‘মিডলম্যান’ প্রদীপ সিংকে জেরা করেই প্রসন্নকুমার রায়ের খোঁজ মেলে। শুক্রবার রাতে নিউটাউন থেকে তাকে গ্রেফতার করেছে সিবিআই।

এসএসসি দুর্নীতির জাল ঠিক কতদূর পর্যন্ত ছড়ানো রয়েছে তা পুরোপুরি বুঝে উঠতে হিমশিম দশা কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদেরও। এর আগে নিউটাউন থেকেই এসএসসি দুর্মনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রদীপ সিং নামে এখ ব্যক্তিকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রদীপের পর এবার জালে পার্থ-আত্মীয় প্রসন্ন। ধৃত প্রসন্ন রায় নিউটাউনের নামী ব্যবসায়ী হিসেবেই পরিচিত। পাহাড়-প্রমাণ সম্পত্তির মালিক এই ব্যক্তি।

নিউটাউনের একাধিক বিলাসবহুল হোটেল, রিসর্টের মালিক তিনি। রাজ্যের বেশ কয়েকটি টুরিস্ট স্পটে প্রসন্নকুমার রায়ের হোটেল, রিসর্ট, গেস্ট হাউস রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। দিঘা, সুন্দরবন, ডুয়ার্সে হোটেল, রিসর্ট রয়েছে তাঁর। উত্তরবঙ্গে চা ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন ধৃত ব্যক্তি।

আরও পড়ুন- নিঃসঙ্গতা নাকি বিপুল দেনা? দম্পতির মর্মান্তিক পরিণতির পরতে-পরতে রহস্য

এরাজ্যের বাইরেও উত্তরাখণ্ড, পুরী, হিমাচল প্রদেশে প্রসন্নকুপমারে রায়ের হোটেল, রিসর্ট রয়েছে বলে দাবি সিবিআই সূত্রের। শুধু তাই নয়, দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও নাকি বিপুল সম্পত্তি রয়েছে ধৃত এই ব্যক্তির। দুবাইয়ে হোটেল ব্যবসা খুলেছেন প্রসন্ন, এমনই দাবি সিবিআই সূত্রের।

রং মিস্ত্রি হয়ে জীবন শুরু করে এখন চোখ কপালে তোলার মতো সম্পত্তির মালিক পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই প্রসন্ন কুমার রায়। সিবিআইয়ের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি-জামাই হওয়ার সুবাদেই পাহাড় প্রমাণ এই সম্পত্তি গড়েছেন প্রসন্নকুমার রায়।

আরও পড়ুন- Special: শিব-প্রেমেই লুকিয়ে কেষ্ট-রহস্য? ফি-বার ভোটের আগে কোথায় যেতেন অনুব্রত?

সরকারি চাকরি ‘বিক্রির’ টাকা ঘুর পথে সাদা করিয়ে নেওয়ার জন্যই একাধিক ব্যবসা ফাঁদা হয়েছিল বলে দাবি সিবিআইয়ের। আপাতত ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করতে মরিয়া তদন্তকারীরা। প্রসন্নকুমার রায়কে জেরা করে আরও চাঞ্চল্যকর তথ্য জোগাড়ের চেষ্টায় কেন্দ্রীয় তদন্তকারী দল।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Parthas relative prasanna roy arrested by cbi in ssc scam case485427