Advertisment

Kolkata Medical Student Rape-Murder Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, মঙ্গলে নবান্ন অভিযানের ডাক, আজ লালবাজার, নেপথ্যে কারা জানেন?

Kolkata Medical Student Rape-Murder Case: আরজি কর কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় এখন জেলে। তারও পলিগ্রাফ পরীক্ষা করাবে সিবিআই। সেই সঙ্গে আরজি কর কাণ্ডে অন্যতম অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ মোট ৬ জনের পলিগ্রাফ পরীক্ষারও অনুমোদন দিয়েছে শিয়ালদহ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুরক্ষার ভার সামলাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হাসপাতাল চত্বরের বাইরে আইনশৃঙ্খলার পরিস্থিতির দেখভাল করছে কলকাতা পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
paschim banga chatra samaj in Nabanna Abhijan to protest against RG kar case, left student organizations in Lalbazar Abhijan, আরজি কর, নবান্ন অভিযান, লালবাজার অভিযান

RG Kar Incident: আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফি দিন আন্দোলনের সুর চড়া হচ্ছে।

RG Kar Case-Nabanna Abhijan: আরজি কর (RG Kar Incident) কাণ্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। প্রতিদিন পথে নামছে বিভিন্ন সংগঠন। আরজি কর কাণ্ডে রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলে সোচ্চার হচ্ছে বিভিন্ন মহল। নৃশংস এই হত্যাকাণ্ড নিয়ে এবার নবান্ন অভিযানের ডাক 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের'। একই ইস্যুতে, 'তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই', স্লোগান তুলে আজ শনিবার লালবাজার অভিযানের ডাক বাম ছাত্র সংগঠনগুলির।

Advertisment

আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ফি দিন প্রতিবাদের সুর আরও চড়া হচ্ছে। নারকীয় এই হত্যাকাণ্ডে রাজ্য প্রশাসনের একাংশকে কাঠগড়ায় তুলে গলা ফাটাচ্ছে বিরোধীরা। ঠিক এই আবহে এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ'। সোশ্যাল মিডিয়ায় দিন কয়েক আগে ঠিক এই নামেই নবান্ন অভিযানের আহ্বান ছড়িয়ে পড়ে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী মঙ্গলবারের নবান্ন অভিযানের (Nabanna Abhijan) তিনিও থাকবেন। তবে এই নবান্ন অভিযানের ডাক দেয়ার পিছনের আসলে কারা ছিলেন? তা নিয়ে দিন কয়েক ধরে ছড়িয়েছে জল্পনা। তবে শুক্রবার বিকেলে সেই জল্পনার অবসান ঘটে।

গতকাল বিকেলে কলকাতা প্রেস ক্লাবে তিন পড়ুয়া জানিয়েছেন তাঁরা কোনও সংগঠনের সঙ্গে যুক্ত নন, তাঁরা শুধুমাত্র ফেসবুকের মাধ্যমে বন্ধু হয়েছেন। এই তিন জনই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন বীরভূমের প্রবীর দাস, কলকাতার সায়ন লাহিড়ি এবং নদিয়ার শুভঙ্কর হালদাররা। এঁরা তিনজনই পড়ুয়া বলে তাঁদের দাবি। একযোগে তাঁদের বক্তব্য, তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, এমনকী কোনও সংগঠনের সঙ্গেও তাঁরা যুক্ত নন।

আরও পড়ুন- RG Kar Case: জেল হেফাজতে সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ-সহ ৬ জনের পলিগ্রাফ টেস্টেসায় আদালতের

আরজি কর কাণ্ডের প্রতিবাদ একজন সাধারণ পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবেই তাঁরা করতে চান। আগামী মঙ্গলবার তাঁরাই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন এই তিন পড়ুয়া। আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির শাস্তির দাবি তুলেছেন তাঁরা।

আরও পড়ুন- Kolkata Junior Doctor rape-murder: আরজি কর-এ চিকিৎসক হত্যাকাণ্ডে বিরাট অস্ত্র সিবিআইয়ের হাতে, পলিগ্রাফ টেস্টেই বাজিমাত?

অন্যদিকে আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ পথে বাম ছাত্র সংগঠনগুলি। 'তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই', স্লোগান তুলে আজ কলেজ স্ট্রিটে জমায়েতের ডাক SFI, DYFI এবং AIDWA-র। কলেজ স্ট্রিট থেকে মিছিল করে লালবাজার অভিযানের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরিকল্পনা বাম ছাত্র সংগঠনগুলির।

আরও পড়ুন- High Court-CBI: আরজি করের যাবতীয় দুর্নীতির তদন্ত করবে সিবিআই! রাজ্যের অস্বস্তি বাড়িয়ে নির্দেশ হাইকোর্টের

Doctors Death RG Kar Medical College lalbazar Nabanna Abhijan SFI-DYFI
Advertisment