Passport scam: পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই বাড়ছে গ্রেপ্তারের সংখ্যা। বর্ধমান থানার পুলিশ এর আগে জালিয়াতির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এবার পাসপোর্টের জন্য জাল জন্ম শংসাপত্র কান্ডে পুলিশের জালে এক বাংলাদেশি। সেই সঙ্গে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমান জেলার কালনা থানার পুলিশ। এই নিয়ে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল সাত।
কালনার এসডিপিও রাকেশ চৌধুরী জানিয়েছেন’,ডিআইবি অফিসারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে কালনা থানার পুলিশ মামলা রুজু করে দু’জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম পবিত্র মণ্ডল এবং মহম্মদ আজারুল ইসলাম ওরফে লিটন। পবিত্রর বাড়ি কালনার কৃষ্ণদেবপুরের রায় পাড়ায়। আর আজারুলের বাড়ি কালনার গোয়ারা এলাকায়। দুই ধৃত ২ জনকে শনিবার কালনা মহকুমা আদালতে পেশ করে পুলিশ। বিচারক উভয়কেই ৭ দিনের পুলিশি ফেফাজতের নির্দেশ দিয়েছে। চক্রে আর কেউ যুক্ত আছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ"।
তদন্তে নেমে পুলিশ কর্তারা জানতে পেরেছেন ,কয়েক বছর আগে দালাল মারফত পবিত্র মণ্ডল বাংলাদেশ থেকে দালাল ঢোকে । তারপর পবিত্র জালিয়াতি করে ভারতের নাগরিক পরিচয়পত্র আধার কার্ড, ভোটার কার্ড, এমনকি জন্ম সার্টিফিকেটও তৈরি করে ফেলে।তাকে জন্ম সার্টিফিকেট তৈরিতে সাহায্য করে মহম্মদ আজহারুল ইসলাম। তদন্তকারীরা জানতে পেরেছেন আজারুলের সাইবার ক্যাফে থেকেই পবিত্র জাল জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে ভারতীয় নাগরিক পরিচয়পত্র তৈরি করে।
জালিয়াতির কথা পবিত্র মণ্ডল নিজেও স্বীকার করে নিয়েছে। পবিত্র জানিয়েছে, গত ডিসেম্বর মাসে তিনি বাংলাদেশে থাকা তাঁর মা-বাবাকে ভারতে নিয়ে চলে আসেন। তার জ্যন্য তিনি জাল ডকুমেন্টস পত্র জমা দিয়ে, অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করেন। সেইসব ডকুমেন্টস ভেরিফিকেশন করতে নেমে ফাঁস হয় তার কীর্তি। এরপরই পুলিশ তাকে গ্রেপ্তার করে । সাথে সাথে সাইবার ক্যাফে থেকে জাল জন্ম সার্টিফিকেট তৈরির কাজে সহযোগিতা করার দায়ে পুলিশ মহম্মদ আজারুল ইসলামকেও গ্রেফতার করেছে।
এদিকে পবিত্র মণ্ডল গ্রেপ্তার হতেই বিড়ম্বনায় পড়ে কালনার কৃষ্ণদেবপুর এলাকার বাসিন্দা বিনয় সাধু । ভাগ্নে পরিচয় দিয়ে এই বিনয় সাধুর
বাড়িতেই থাকছিল পবিত্র মণ্ডল । বিনয় সাধু এদিন বলেন,“আমি পবিত্র এইসব কুকীর্তির ব্যাপারে কিছুই জানতাম না।”কালনা পৌরসভার চেয়ারম্যান আনন্দ মণ্ডল বলেন,“পাসপোর্ট তৈরির জন্য কালনা পৌরসভার জাল জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে জেনে আমি বিস্মিত শুধু নয়,স্তম্ভিতও । তবে এটুকু নিশ্চিত হয়ে বলতে পারি আমাদের পৌরসভার কোন কর্মী এইসব কাণ্ডে জড়িত নয়"। পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন,“আমার সই ফটোকপি করে ওই জাল জন্ম শংসাপত্র তৈরি করা হয়েছে" ।