শাহরুখের পাঠান নিয়ে যখন ভক্তদের তুমুল উন্মাদনা, বাংলা-সহ সারা দেশ উত্তাল, দু'দিনেই যে নায়কের সিনেমা ২০০ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, তাঁকে নিয়েই ভয়ঙ্কর দাবি তুলল বাংলা পক্ষ। সাফল্যের শিখরে থাকলেও এখনই বলিউড হিরোকে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর থেকে সরিয়ে দেওয়ার দাবি তুলল বাংলা পক্ষ। শুধু তাই নয়, রাজ্য সরকারের কাছে বাংলা ও বাঙালি ইস্যুতে একাধিক দাবি রেখেছে এই বাঙালি সংগঠন।
বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, 'শাহরুখ খানকে ব্রান্ড অ্যাম্বাসাডার থেকে সরাতে হবে। তাঁর ক্রিকেট দল কেকে আর-এ বাঙালি নেয় না, তাঁর সিনেমার জন্য বাংলা সিনেমার ক্ষতি। যে বাংলা, বাঙালির শত্রুতা করে সে অ্যাম্বাসাডর কি করে হবে? এখানে ধর্ম কোনও ইস্যু না। বাঙালি হলে হিন্দু-মুসলিম যেই হোক যোগ্য হলে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর হোক। শাহরুখ খান বাঙলা-বাঙালির কেউ না। বরং ক্ষতি করছে।'
আরও পড়ুন- ‘দাদার টাকা কোথায় ঢালছেন দিদি?’ শুভেন্দুর মারাত্মক ‘তথ্যে’ তোলপাড়
কেকে আর-এ কেন একজনও বাঙালি ক্রিকেটার নেই? তা নিয়ে এর আগে অনেকেই সরব হয়েছে। বাংলা পক্ষ এর আগেও দাবি করেছিল, বাঙালির আবেগ নিয়ে দলগঠন হবে, কলকাতার নামে দল হবে আর বাঙালি থাকবে না! তা কখনও মেনে নেওয়া যায় না বলেই তাঁদের বক্তব্য। এবার বাংলা সিনেমা জগতের ক্ষতি করছে বাংলার ব্রান্ড অ্যাম্বাসাডর, দাবি বংলা পক্ষের।
এখন পাঠানের জন্য একাধিক বাংলা সিনেমাকে সিঙ্গল স্ক্রিন থেকে সরে যেতে হয়েছে। তার জন্য বাঙালি প্রযোজকরা, অভিনেতাদের একাংশ ক্ষোভপ্রকাশ করেছেন। এবার সরাসরি সরকারের কাছে নীতি প্রণয়ন করার দাবি জানাচ্ছে বাংলা পক্ষ। আজ, শনিবার এই সংগঠন কলকাতার পথেও নামছে। কৌশিক বলেন, 'বাংলার পক্ষের দাবি, প্রেক্ষাগৃহে ৫০ শতাংশ স্লট বাংলা সিনেমার জন্য বরাদ্দ রাখতে হবে। বাংলা সিনেমার জন্য প্রোজেকশন চার্জ আড়াইশো টাকা নিতে হবে হাজার টাকা নয়। হিন্দি, উর্দু বা অন্য সব সিনেমা ২০০-২৫০ টাকা করে বাংলা সিনমার জন্য হাজার টাকা ভাবা যায় না।'
আরও পড়ুন- কুকুর পুষলে দিতে হয় মোটা টাকা ট্যাক্স, পড়শি দেশেই চালু এই ব্যবস্থা
পাঠানের বানিজ্যিক সাফল্যের সময় বাংলা পক্ষের দাবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। তবে নিজেদের দাবিতে অনড় বাংলা পক্ষ। শাহরুখ খানকে বাংলার অ্যাম্বাসাডর পদ থেকে সরানোর দাবি থেকে এতকটুকুও সরতে নারাজ।