Patna Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা! দুমড়ে মুচড়ে দু'টুকরো অটো! মৃত্যুমিছিলে হাহাকার, কান্নার রোল

Patna Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-অটোর সংঘর্ষে মৃত্যুমিছিল। ঘটনায় শোকেরছায়া গোটা এলেকায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Patna Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-অটোর সংঘর্ষে মৃত্যুমিছিল। ঘটনায় শোকেরছায়া গোটা এলেকায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
পাটনা পথ দুর্ঘটনা, Daniawan accident Patna, ট্রাক অটো সংঘর্ষ, Patna road accident news, পাটনায় ট্রাক অটোর সংঘর্ষ, Bihar road accident 2025, ৮ জন নিহত পাটনা দুর্ঘটনা, truck auto collision Patna, পাটনায় গঙ্গাস্নান যেতে গিয়ে দুর্ঘটনা, Daniawan Patna news, পথ দুর্ঘটনা আজ, Patna breaking news accident, পাটনা জেলার খবর, Bihar tragic accident, ট্রাক চালক পলাতক পাটনা, Patna hospital injured, দানিয়াওয়ান দুর্ঘটনা

দুমড়ে মুচড়ে দু'টুকরো অটো! মৃত্যুমিছিলে হাহাকার

Patna Accident: ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-অটোর সংঘর্ষে মৃত্যুমিছিল। ঘটনায় শোকেরছায়া গোটা এলেকায়। কী কারণে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 

Advertisment

শনিবার সকালে পাটনা জেলার দানিয়াওয়ানে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গঙ্গায় স্নান করতে যাওয়ার সময়ই ঘটে যায় বীভৎস এই দুর্ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি দ্রুতগামী ট্রাক একটি অটোকে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে অটোটি টুকরো টুকরো হয়ে যায়।

আরও পড়ুন- ২ কেজি খাসির মাংসের দামে ৭০০ গ্রামের ইলিশ! দাম শুনেই মাথায় হাত, কলকাতাকে 'হিংসা' বাংলাদেশের

Advertisment

দুর্ঘটনার পর ট্রাক চালক ট্রাকটি নিয়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়, এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করে। আহতদের নিকটতম হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাটনায় রেফার করা হয়। ঘটনাস্থলে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মৃতদেহগুলি ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের পাটনায় যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।  

আরও পড়ুন-প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলা! বর্ষার ভয়াল মেজাজ ১১ জেলায়! বন্যা পরিস্থিতির আশঙ্কা

পুলিস সূত্রে খবর, নিহতদের মধ্যে সাতজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। আহত ছয়জন, যাদের পাটনার হাসপাতালে  চিকিৎসা চলছে। নিহতদের শনাক্ত করার কাজ চলছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। পলাতক ট্রাক চালকেরও খোঁজ চলছে। 

accident patna