/indian-express-bangla/media/media_files/2025/09/04/patna-road-accident-2025-09-04-11-13-41.jpg)
পাটনায় ভয়াবহ দুর্ঘটনা,পাঁচ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু
Patna Accident: বিহারের পাটনায় ফের ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। বুধবার গভীর রাতে পাটনা-গয়া চার লেনে পারসা বাজার থানা এলাকার সুইথা মোড়ের কাছে দ্রুতগামী একটি গাড়ি পিছন থেকে একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে গাড়িতে থাকা পাঁচ যুবক ব্যবসায়ী ঘটনাস্থলেই প্রাণ হারান।
পুলিশ সূত্রে খবর, নিহতরা হলেন— রাজেশ কুমার, সুনীল কুমার, কমল কিশোর, প্রকাশ চৌরাসিয়া এবং সঞ্জয় কুমার। সকলেই পাটনার কুর্জি ও প্যাটেল নগর এলাকার বাসিন্দা। দুর্ঘটনার শিকার গাড়িটি রাজধানীর প্যাটেল নগরের গান্ধী মূর্তির বাসিন্দা সঞ্জয় কুমার সিনহার বলেও জানা গিয়েছে। গাড়িটির নম্বর ছিল BR 01HK 2717।
জানা গিয়েছে, মৃতরা ফতুহা থেকে পাটনায় ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল। তীব্র সংঘর্ষে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই কীটনাশক ও কৃষি-সংক্রান্ত পণ্যের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। গ্যা কাটার দিয়ে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি কেটে দেহগুলি উদ্ধার করা হয়। এরপর মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পিএমসিএইচে পাঠানো হয়েছে। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই ভয়াবহ দুর্ঘটনায় স্বজনরা ভেঙে পড়েছেন। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।