/indian-express-bangla/media/media_files/2025/07/06/21-july-tmc-hording-2025-07-06-14-32-17.jpg)
চরম হুঁশিয়ারি দাপুটে তৃণমূল নেতার
TMC: বাংলায় এখনও এসআইআর (SIR) লাগু করেনি নির্বাচন কমিশন। তারই মধ্যে 'বাংলাদেশিদের' পক্ষ নিয়ে বিজেপিকে ভয়ংকর হুঁশিয়ারি দিয়ে বসলেন তৃণমূলের পূর্ব বর্ধমানের রায়না ১ ব্লকের সভাপতি বামদেব মণ্ডল। তিনি হুঁশিয়ারি দিয়েছেন,“বিজেপির কোনও নেতা,বিজেপির কোনও চামচা,বিজেপির কোনও ক্যাডার যদি রায়নায় সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে, কাউকে যদি বাংলদেশি বলে তাদের উপর অত্যাচার করে,তাহলে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে তিনি গাছে বেঁধে রেখে দেবেন“। শাসক নেতার এমন হুঁশিয়ারি রাজ্য রাজনীতিতে হুলস্থুল ফেলে দিয়েছে। প্রতিবাদে গর্জে উঠেছে বিজেপি নেতারা।
আরও পড়ুন- '৮ বছর দেরিতে, কিন্তু...'জিএসটি সংস্কারের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রকে কটাক্ষ চিদাম্বরমের
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি বিরোধীতায় মঙ্গলবার রায়না সহ রাজ্যের সর্বত্র মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। রায়নার শ্যামসুন্দর বাজারে হওয়া সেই সভায় বক্তব্য রাখতে উঠে বিজেপিকে নিশানা করেন বামদেব মণ্ডল। দিনের আলোয় পুলিশের উপস্থিতিতে হওয়া প্রকাশ্য সভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বামদেব মণ্ডল বলেন,“আমাদের নজর আছে কে বিজেপি করে,কে কোন দল করে। যদি কোনও বিজেপির নেতা,কোনও বিজেপির চামচা,কোনও বিজেপির ক্যাডার এখানে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা করে,কাউকে যদি বাংলাদেশি বলে তাদের অত্যাচার করে-তাহলে পিটিয়ে তার হাত পা ভেঙে দিয়ে গাছে বেঁধে রেখে দেবো। তারপর পুলিশের কর্তব্য হচ্ছে তাকে হাসপাতালে ভর্তি করার। পুলিশ, প্রশাসনের সামনে এ কথা বলে রাখলাম“।
বামদেব মণ্ডল তার বক্তব্যে বিজেপিকে নিশানা করে আরও বলেন,“কেন্দ্রের সরকার যেভাবে বাংলার সরকারকে হেয়ো প্রতিপন্ন করার চেষ্টা করছে তার মোকাবিল আমরা করবো,রায়না করবে,বর্ধমান শহর করবে,গোটা বাংলা করবে। কেউ ঘুমিয়ে থাকবে না।হিন্দু-মুসলমান সম্প্রদায় বলে কিছু থাকবে না। মানুষ একত্রিত হবে এবং বিজেপির বিরুদ্ধে দল্লি পর্যন্ত চরম আন্দোলন চালিয়ে যাবে ।মানুষের প্রতি এই বিশ্বাস আমাদের আছে।“
আরও পড়ুন-পুজোর আগে বিরাট স্বস্তি পার্থর, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন, কবে জেলমুক্তি?
শাসক নেতার এহেন হুঁশিয়ারি দেওয়া বক্তব্য রাজ্য রাজনীতিতে হুলস্থুল ফেলে দিয়েছে। প্রতিবাদে
গর্জে উঠেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহ রায় তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন,“গুণ্ডা গিরি করেই ওদের দলের সরকার টিকে আছে।সেই দলের নেতারা ভাষণ তো গুণ্ডাদের মতোনই হবে“। অপর এক জেলা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন,’তৃণমূলের নেতারা যতই হুমকি- হুঁশিয়ারি দিকা বা বংলাদেশিদের প্রতি প্রীতি দেখাক না কেন,তাতে লাভের লাভ কিছু হবে না। বাংলায় এসআইআর হবেই। ভোটার তালাকা থেকে ভুয়ো ভোটার বাদ গেলেই ২০২৬ শের বিধানসভা ভোটে গোহারা হারবে তৃণমূল বাংলা থেকে বিদায় নেবে“।