Advertisment

Petrol-Diesel: পুজোর মুখে বড় স্বস্তির খবর! দাম কমল পেট্রোল-ডিজেলের

Petrol-Diesel Price: দুর্গাপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। তার আগেই বড়সড় স্বস্তির খবর। পেট্রোল-ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল তেল সংস্থাগুলি।

author-image
IE Bangla Web Desk
New Update
Check Petrol

প্রতীকী ছবি।

Petrol-Diesel: দুর্গাপুজোর ঠিক আগে বড় সুখবর। কলকাতায় দাম কমল পেট্রোল-ডিজেলের। এমনিতেই বাজার অগ্নিমূল্য। ফি দিন বাড়ছে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম। প্রতি দিন বাজারে গিয়ে নাভিশ্বাস ওঠার জোগাড় আম আদমির। ঠিক এই আবহে এবার পেট্রোল-ডিজেলের দাম কমায় খানিকটা হলেও স্বস্তি।

Advertisment

কলকাতায় দাম কমল জ্বালানি তেলের। পেট্রোল-ডিজেলের দাম কমিয়েছে তেল সংস্থাগুলি। তবে লিটারে এক টাকা করে দাম কমেছে পেট্রোল-ডিজেলের। কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম কলকাতায় ৯০.৭৬ টাকা।

এমনিতেই অগ্নিমূল্য বাজার। শাক-সবজি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম দিন দিন বেড়েই চলেছে। প্রতিদিন বাজারে গেলেই জিনিসপত্রের আগুনে দামে নাভিশ্বাস ওঠার জোগাড় সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধির পিছনে পেট্রোল-ডিজেলের দামের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুন- Calcutta High Court: '১০ লক্ষ করে দিয়ে দিন, ৮৫ হাজারে কী হবে!', পুজো-অনুদান নিয়ে কটাক্ষ হাইকোর্টের

আরও পড়ুন- Puri Jagannath Temple: জগন্নাথ দেবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! বন্ধ থাকছে পুরীর মন্দির

আরও পড়ুন- Mamata-Anubrata: ফিরছেন কেষ্ট, আগামিকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? জল্পনা তুঙ্গে!

পেট্রোপণ্যের দাম বাড়লে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বহুলাংশে বেড়ে যায়। তবে এবার লিটারে এক টাকা করে পেট্রোল-ডিজেলের দাম কমার কতটা প্রভাব বাজারদরে পড়বে সেটা সময়ই বলবে।

petrol diesel india Petrol-Diesel Petrol petrol diesel price
Advertisment