Advertisment

Puri Jagannath Temple: জগন্নাথ দেবের ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর! বন্ধ থাকছে পুরীর মন্দির

Jagannath Temple: পুরী মানেই সমুদ্রের উথাল-পাথাল করা ঢেউ আর জগন্নাথ দেবের মন্দির। দশকের পর দশক ধরে প্রভু জগন্নাথের দর্শন পেতে ফি দিন কাতারে কাতারে ভক্ত ঢল নামানন এই পুরীর মন্দিরে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
odisha bjp government big decision on puri Jagannath temple

পুরীর জগন্নাথ দেবের মন্দির।

Puri Jagannath Temple: পুরীর (Puri) জগন্নাথ মন্দির (Jagannath Temple) নিয়ে বড় খবর। আজ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পুরীর জগন্নাথ দেবের মন্দিরের দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই আগে থেকে যাঁরা বিষয়টি জানতেন না তাঁরা আজ মন্দিরে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রার দর্শনে এসে দারুণ বিপাকে পড়েছেন।

Advertisment

কেন বন্ধ থাকছে পুরীর মন্দির?

জানা গিয়েছে, পুরীর জগন্নাথ মন্দিরের ভিতরে থাকা রত্ন ভাণ্ডারের সমীক্ষা চালানো হচ্ছে। সেই কারণেই সমীক্ষার কাজ চলাকালীন মন্দিরের দরজা বন্ধ রাখা হচ্ছে। আজ অর্থাৎ ২৩ সেপ্টেম্বর পর্যন্ত টেকনিক্যাল এই সমীক্ষা চলবে বলে জানা গিয়েছে। সেই কারণেই ভক্তদের জন্য মন্দিরে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা থাকছে।

মোট কথা, নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গত ২১ সেপ্টেম্বর থেকে পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে রত্ন ভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু হয়। যদিও সব সময় মন্দির বন্ধ রেখে সমীক্ষার কাজ চলছে না। আজ ২৩ সেপ্টেম্বর দুপুর ১:০০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত জগন্নাথ দেবের মন্দির বন্ধ এই সমীক্ষার কাজের জন্য। 

আরও পড়ুন- Mamata-Anubrata: ফিরছেন কেষ্ট, আগামিকালই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ? জল্পনা তুঙ্গে!

আরও পড়ুন- RG Kar Case: 'মিসিং লিংক'-এর খোঁজে মরিয়া CBI! তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে জিজ্ঞাসাবাদ

আরও পড়ুন- Weather Forecast: দুপুরের পরই আবহাওয়ার ম্যাজিক বদল? ফের পুজোর মুখে ভাসবে বাংলা? রইল আবহাওয়ার বিরাট আপডেট

জানা গিয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে এই সমীক্ষার কাজ চালানো হচ্ছে। পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ গত ২১ সেপ্টেম্বর থেকে সমীক্ষার কাজ চালাচ্ছে। রাজ্য সরকারের নির্দেশেই মন্দিরে রত্ন ভাণ্ডারের টেকনিক্যাল সমীক্ষার কাজ চলছে।  

Jagannath Temple Jagannath Dev Lord Jagannath
Advertisment