Hooghly TMC Leader Murder Update: হুগলির দাপুটে TMC নেতা খুন চাঞ্চল্যকর তথ্য এবার পুলিশের হাতে, কী কারণে হত্যাকাণ্ড জানলে গায়ে কাঁটা দেবে!

Hooghly TMC Leader Murder Update:বুধবার নৃশংস ভাবে খুন হন হুগলির জনপ্রিয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। শনিবার এই মামলায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

Hooghly TMC Leader Murder Update:বুধবার নৃশংস ভাবে খুন হন হুগলির জনপ্রিয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। শনিবার এই মামলায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।

author-image
Uttam Dutta
New Update
IMG-20250802-WA0007

TMC নেতা খুন ধৃত তিন Photograph: (ছবি উত্তম দত্ত)

Hooghly TMC Leader Murder Update: বুধবার নৃশংস ভাবে খুন হন হুগলির জনপ্রিয় তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তী। শনিবার এই মামলায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ। 

Advertisment

পুলিশের দাবি সিসিটিভিতে যে দুজনকে সেই রাতে মারতে দেখা গেছিল তাদের দুজনই ধরা পড়েছে। পাশাপাশি ধরা পড়েছে এই খুনের মাস্টারমাইন্ড বিশ্বনাথ দাস ওরফে বিশে।

বাম আমলে কোন্নগর এলাকা ছিল অপরাধীদের স্বর্গরাজ্য। বিশেষ করে ২০০২ সালের পর থেকে। কোন্নগর ধর্মডাঙ্গা থেকে উঠে আসে কুখ্যাত হুব্বা শ্যামল। অন্যদিকে তার প্রবল প্রতিপক্ষ স্টেশনের অপর পাড়ে কানাইপুর এলাকার ত্রাস বাঘা। এই হুব্বা আর বাঘার গ্যাংওয়ারে নিত্যদিন খুন জখম লেগেই থাকতো। তবে পুলিশি চাপে এবং হুব্বার দাপটের জেরে কয়েক বছর পরেই বাঘা এলাকা ছাড়া হয়ে যায়। গ্যাং এর ভার পড়ে বাঘার ভাই বিশের ওপর। রাজনৈতিক পালাবদলের পর অপরাধ জগৎ ছেড়ে জমিজমার ব্যবসায় নেমে ছিল বিশে। এছাড়াও মাংসের দোকান, বিভিন্ন জায়গায় হোটেল করেছিল বিশে। 

Advertisment

এদিন বিকেলে উত্তরপাড়া থানায় এক সাংবাদিক সম্মেলন করে ডিসি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানান, "জমি বিবাদের এই খুন বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। এর পিছনে রাজনৈতিক কোনও কারণ এখনও পাওয়া যায়নি। ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পনা করে খুন করা হয়েছে। এর পিছনে আরও কেউ আছে কি না তা দেখা হচ্ছে।” 

উত্তরপাড়ার পুলিশ জানায়, বিশ্বনাথ দাস ওরফে বিশেই হচ্ছে এই খুনের মাথা। সম্প্রতি কানাইপুর এলাকার একটি কোম্পানির কয়েক কোটি টাকা মূল্যের একটি জমি কেনার পক্ষে মূল বাধা হয়ে দাঁড়ায় পিন্টু। পঞ্চায়েতের একটি বোর্ড ও ওই জমিতে লাগিয়ে দেওয়া হয় যে এই জমি বিক্রয় করা যাবে না। কয়েক কোটি টাকার ব্যাপার। মরিয়া বিশে ঠিক করে পথের কাঁটা সরিয়ে ফেলতে হবে এবং এমন ভাবে সেটা হবে যে এলাকায় ত্রাসের সঞ্চার হবে। উত্তর ২৪ পরগনা থেকে পরিচিত দুই দুষ্কৃতীকে ৩ লক্ষ টাকার সুপারি দেয় সে বলে পুলিশ সূত্রে খবর। 

দুদিন ধরে কানাইপুরে নিজের ফ্ল্যাটে তাদের রেখে তাদেরকে দিয়ে রেইকি করায়। পুলিশ সূত্রে খবর পিন্টুর শরীরে মোট ৯ টি কোপ ছিল। বিশ্বজিৎ প্রামানিক পুরো অপারেশনটা করে। দীপক মন্ডল পাশে থেকে তাকে সঙ্গ দেয়। পিন্টুকে কোপানোর পর ওই দুজন দৌড়ে কিছুটা এগিয়ে এলে বিশে দুজনকে স্কুটিতে নিয়ে কোন্নগর রেল স্টেশনে পৌঁছে দেয়। তবে সিসিটিভি এবং মোবাইল আধুনিক প্রযুক্তির সহযোগিতায় দুদিনের মধ্যেই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ।

আরও পড়ুন - ( ট্রাম্পের ‘মৃত অর্থনীতি’র মন্তব্যে জবাব মোদীর, 'আগুনে হুঙ্কারে' মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি নিশানা )

tmc Howrah-Hooghly Hooghly Incident hooghly news