Piyali Basak: বিশ্ব শান্তির বার্তা দিয়ে ৮ হাজারি শৃঙ্গ জয়ে মরিয়া 'পাহাড় কন্যা', লক্ষ্যভেদে আকাশ ছুঁতেও রাজি পিয়ালী

Piyali basak News: চন্দন নগরের বাসিন্দা পিয়ালি বসাক (২৮) অংক নিয়ে স্নাতক পাশ করে এখন নাড়ুয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এভারেস্ট অভিযানকে কেন্দ্র করে খবরের শিরোনামে আসেন তিনি। সামনে আবারও দু’টি আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্য পিয়ালীর ৷

Piyali basak News: চন্দন নগরের বাসিন্দা পিয়ালি বসাক (২৮) অংক নিয়ে স্নাতক পাশ করে এখন নাড়ুয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এভারেস্ট অভিযানকে কেন্দ্র করে খবরের শিরোনামে আসেন তিনি। সামনে আবারও দু’টি আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্য পিয়ালীর ৷

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Piyali basak

বিশ্ব শান্তির বার্তা দিয়ে ৮হাজারি শৃঙ্গ মরিয়া 'পাহাড় কন্যা', স্বপ্ন ছুঁতে আকাশ ছুঁতেও রাজি পিয়ালী

Piyali basak News:  স্বপ্ন ছুঁতে কতদূর যেতে পারে একটা মানুষ? উত্তরে পিয়ালি জানিয়েছেন,  "কত দূর? এর কোনও সীমা আছে না কি? যত দূর গেলে স্বপ্নের কাছে পৌঁছনো যাবে, তত দূর। সব কিছু করা যায় ওটার জন্য। সব কিছু ছাড়া যায়"। এই ইচ্ছে শক্তির কোনও ক্ষয় হয় না, হয় না বিসর্জন। স্রেফ মনের জোরকে সঙ্গী করে একের পর এক এক সাফল্যে নজর গড়েছেন 'বঙ্গ তনয়া'। 

Advertisment

তিনি চন্দননগরের গর্ব। আগে জয় করেছেন অমরনাথ থেকে মানাসুলু, ধৌলগিরি। ইতিহাস গড়ে অক্সিজেন ছাড়াই প্ৰথম বাঙালি কন্যা হিসাবে জয় করে ফেলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। পাহাড়ের টানে আবারও অক্সিজেন সাপোর্ট ছাড়াই তামাম দেশবাসীকে চমকে দিতে চলেছেন 'পাহাড় কন্যা' পিয়ালি। 

চন্দন নগরের বাসিন্দা পিয়ালি বসাক (২৮) অংক নিয়ে স্নাতক পাশ করে এখন নাড়ুয়ার এক প্রাথমিক স্কুলের শিক্ষিকা। এভারেস্ট অভিযানকে কেন্দ্র করে তিনি খবরের শিরোনামে আসেন। সামনে আবারও দু’টি আট হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্য পিয়ালীর ৷ 

তবে এবারের অভিযানটা একেবারের অন্যরকম হতে চলেছে পিয়ালীর। গত এক বছরের মধ্যে হারিয়েছেন কাছের দুই মানুষকে। মেয়ের অপেক্ষায় গেটের বাইরে আকাশপানে আর চেয়ে থাকবেন না পিয়ালীর মা-বাবা। মনের জোর আর অদম্য ইচ্ছাশক্তির জেরে  মাথার উপর ৪০ লাখের ঋণের চিন্তা নিয়েই শিশাপাংমা ও চৌ ইউ পর্বত জয়ের লক্ষ্যে আগামী ৭ এপ্রিল রওনা দেবেন এই পর্বতারোহী ।

Advertisment

শিশাপাংমার উচ্চতা ২৬,৩০০ ফুট ৷ আর চৌ ইউ-এর উচ্চতা ২৭,০০০ ফুট ৷ জোড়া এই পর্বত জয়ে লাগবে চিনের ছাড়পত্র। সেই ছাড়পত্র মিললে তবেই ওই দু’টি পর্বত আরোহনে যেতে পারবেন পিয়ালী। তবে, নিতান্তই যদি চিন অনুমতি না দেয় তাহলে থেমে থাকবেন না তিনি ৷

 'চাকরিহারা শিক্ষকরা এখন আর স্কুলে যেতে পারেন?', কী জানালেন শিক্ষামন্ত্রী?

কাঞ্চনজঙ্ঘা অভিযানে রওনা দেবেন। বিশ্ব শান্তি এবং পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আট হাজারি দুই পর্বত শৃঙ্গের অভিযানের পথে পিয়ালী। এই অভিযানে পিয়ালীর খরচ হবে ৪০ লক্ষ টাকা। আপাতত একটি বেসরকারি ব্যাংক ২০ লক্ষ টাকা স্পনসর করেছে । আর বাকি টাকা ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে তোলার ভাবনা পিয়ালীর ৷ 

অভিযান প্রসঙ্গে পিয়ালী বলেন, "পাহাড় আমার পেশা ও ছোট থেকেই এই নেশা আমার অস্থিমজ্জায় ঢুকে আছে। পৃথিবীর চৌদ্দ উচ্চতম শৃঙ্গ উচ্চতা ২৬,৩০০ ফুট। চিন যদি ইন্টারন্যাশনাল বর্ডার বন্ধ রাখে। কাউকে পারমিশন না দেয় তাহলে কাঞ্চনজঙ্ঘা  যার উচ্চতা ২৮,১৭০  ফুট না ৮৫৮৬ মিটার পৃথিবীর তৃতীয় উচ্চ তম শৃঙ্গ অভিযানে শুরু করতে চলেছি বিনা অক্সিজেনে।  র পর পনেরটি শিখর অভিযানগুলির অভিজ্ঞতা এবং ডেথ জোনের ওপর ছয়টি পর্বত শৃঙ্গ এভারেস্ট, লোৎসে, মাকালু, ধৌলাগিরি, মানাসলু, অন্নপূর্ণা জয়ের পর আবারও পাহাড় জয়ের টানে ডেথ জোনের উদ্দেশ্যে রওনা দিতে চলেছি।  পরিবেশ অ্যাকাডেমি আমাকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে। রোটারি ইন্টারন্যাশনাল এর আগে এভারেস্ট অভিযানে আমাকে কিছুটা সাহায্য করেছিলেন, এবারে বন্ধন ব্যাঙ্ক কিছুটা সাহায্য করছে,অসংখ্য মানুষের ভালোবাসা আমার কাছে গচ্ছিত রেখেছেন। তার প্রতি সম্পূর্ন শ্রদ্ধা  রেখে এই অভিযান। ২৮ হাজারি শৃঙ্গ জয়ের একমাত্র উদেশ্যে বিশ্ব শান্তি ও পরিবেশ রক্ষার  ভাবনা"। 

Piyali basak