West Bengal News Highlights: হাওড়ায় রামনবমীর জোড়া মিছিলের অনুমতি, গন্ডগোলের আশঙ্কায় কী জানাল হাইকোর্ট?

West Bengal News Update 2 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

West Bengal News Update 2 April, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Ram Navami Rally in Kolkata

News in West Bengal Highlights: হাওড়ায় রামনবমীর জোড়া মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Latest West Bengal News Highlights: গতবছর হাওড়াতেই সবচেয়ে বেশি অশান্তি হয়েছিল। এবার সেই হাওড়াতেই রামনবমীর জোড়া মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার উচ্চ আদালত জানিয়েছে, মিছিলে ধাতুর তৈরি কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। দুই সংগঠনের সর্বোচ্চ এক হাজার মানুষ মিছিলে অংশ নিতে পারবেন। আর প্রত্যেকের নাম-পরিচয় পুলিশকে জানাতে হবে। এমনকী মিছিলে হাঁটার সময় প্রত্যেকের কাছে নাম-পরিচয় লেখা কার্ড থাকতে হবে। মিছিলের অনুমতি দেওয়ার সময় বিচারপতি বলেন, 'দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয়? কোনও এলাকায় পুলিশের আইনশৃঙ্খলার সমস্যা থাকলে তা রাজ্যের পক্ষে ভাল দেখায় না।' ওই জায়গায় কি প্রতিদিন গন্ডগোল হয়, জানতে চান বিচারপতি। এরপরই মিছিলের অনুমতি দেয় আদালত।

Advertisment

এবার রাজারহাটে তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। চলল এলোপাথাড়ি গুলি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে গুলি চলেছে। অভিযোগ, তাপসের গোষ্ঠী সব্যসাচী অনুগামীদের উপর হামলা চালিয়েছে।

'বঞ্চিত এবং যোগ্যদের পাশে থাকবে রাজ্য সরকার', চাকরিহারাদের আশ্বস্ত করে বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। গতকালই সুপ্রিম কোর্টের নির্দেশে এ রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। শুক্রবার তাঁদের অনেকেই স্কুলে যাননি। এদিন শিক্ষামন্ত্রী এই প্রসঙ্গে বলেন, "আমার মনে হয় এই তথ্য সঠিক নয়। তাঁদের কী করনীয় কাল মুখ্যমন্ত্রী তা বলে দিয়েছেন।" চাকরি হারানো শিক্ষকরা কি স্কুলে যেতে পারেন? সে ব্যাপারে প্রশ্ন করতেই শিক্ষামন্ত্রী বলেন, "এমন কথা আমি বলতে পারি না।" তবে বঞ্চিত এবং যোগ্যদের পাশে রাজ্য সরকার থাকবে বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন।

দিল্লির বঙ্গভবনের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক হলেন BJP রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তারই প্রতিবাদে দিল্লিতে বঙ্গভবনের সামনে সুকান্ত মজুমদার-সহ বিজেপির বেশ কয়েকজন সাংসদ বিক্ষোভ দেখাচ্ছিলেন। মোথাবাড়ি কাণ্ডের প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ডও দেখা যায় সুকান্ত মজুমদারের হাতে। ওঠে 'মমতা ব্যানার্জি গো ব্যাক স্লোগান'। বিক্ষোভরত অবস্থায় সুকান্ত মজুমদার-সহ বিজেপি সাংসদদের আটক করে নিয়ে যায় পুলিশ।

  • Apr 04, 2025 18:23 IST

    West Bengal News Live: হাওড়ায় রামনবমীর জোড়া মিছিলের শর্তসাপেক্ষে অনুমতি দিল হাইকোর্ট

    গতবছর হাওড়াতেই সবচেয়ে বেশি অশান্তি হয়েছিল। এবার সেই হাওড়াতেই রামনবমীর জোড়া মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। শুক্রবার উচ্চ আদালত জানিয়েছে, মিছিলে ধাতুর তৈরি কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। দুই সংগঠনের সর্বোচ্চ এক হাজার মানুষ মিছিলে অংশ নিতে পারবেন। আর প্রত্যেকের নাম-পরিচয় পুলিশকে জানাতে হবে। এমনকী মিছিলে হাঁটার সময় প্রত্যেকের কাছে নাম-পরিচয় লেখা কার্ড থাকতে হবে। মিছিলের অনুমতি দেওয়ার সময় বিচারপতি বলেন, 'দুর্গাপুজোয় কোথাও গন্ডগোল হলে কি পুজো বন্ধ করে দেওয়া হয়? কোনও এলাকায় পুলিশের আইনশৃঙ্খলার সমস্যা থাকলে তা রাজ্যের পক্ষে ভাল দেখায় না।' ওই জায়গায় কি প্রতিদিন গন্ডগোল হয়, জানতে চান বিচারপতি। এরপরই মিছিলের অনুমতি দেয় আদালত।



  • Apr 04, 2025 17:08 IST

    West Bengal News Live: রাজারহাটে তৃণমূলের ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব, চলল গুলি, সব্যসাচী অনুগামীদের উপর হামলা তাপস গোষ্ঠীর

    এবার রাজারহাটে তৃণমূলের তুমুল গোষ্ঠীদ্বন্দ্ব। চলল এলোপাথাড়ি গুলি। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত এবং রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের গোষ্ঠীর মধ্যে গুলি চলেছে। অভিযোগ, তাপসের গোষ্ঠী সব্যসাচী অনুগামীদের উপর হামলা চালিয়েছে।



  • Advertisment
  • Apr 04, 2025 15:15 IST

    West Bengal News Live:চাকরিহারা শিক্ষকদের সভায় যাবেন মুখ্যমন্ত্রী

    রামনবমী (Ramnavai) মিটলেই চাকরিহারাদের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে তাঁদের সভায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭ এপ্রিল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'বঞ্চিত' শিক্ষকদের সংগঠনের ডাকে সভা হবে। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি হাজির থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, "যারা বঞ্চিত শিক্ষক অ্যাসোসিয়েশন তৈরি করেছেন তাঁরা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন যেন আমিও তাঁদের কাছে যাই। কথা শুনতে তো কোনও দোষ নেই। তাঁদের কথা আমি শুনতে যাব। ওঁদের বলব ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না।"



  • Apr 04, 2025 14:37 IST

    West Bengal News Live:একসঙ্গে স্কুলের ৩৬ শিক্ষকের চাকরি গেল

    কলকাতা হাইকোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টেও (Supreme Court) বহাল। গতকালই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী। মুর্শিদাবাদের ফরাক্কার অর্জুনপুর হাইস্কুলের ৩৬ জন শিক্ষক-শিক্ষিকার একসঙ্গে চাকরি গেছে। একসঙ্গে ৩৬ শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে যাওয়ায় স্কুল চালানো নিয়েই ঘোরতর চিন্তায় পড়ে গিয়েছেন প্রধান শিক্ষক।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict: একসঙ্গে ৩৬ শিক্ষকের চাকরি গেছে, স্কুল চলবে কীভাবে? ঘোরতর দুশ্চিন্তায় প্রধান শিক্ষক



  • Apr 04, 2025 13:27 IST

    West Bengal News Live:করুণাময়ী মোড়ে বিক্ষোভ

    প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকার চাকরি চলে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। চাকরিহারা হাজার-হাজার শিক্ষক-শিক্ষিকার মধ্যে অধিকাংশই যোগ্য বলে দাবি উঠেছে। যোগ্য চাকরিপ্রাপকদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে এবার পথে নামল বিজেপি। সল্টলেকে করুণাময়ী মোড়ে এদিন বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। 



  • Apr 04, 2025 12:58 IST

    West Bengal News Live:মমতাকে আক্রমণ দিলীপের

    প্রায় ২৬ হাজার চাকরি বাতিল নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নজিরবিহীন আক্রমণ BJP নেতা দিলীপ ঘোষের। "হাইকোর্ট-সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে দুটো গাল লাল হয়ে গেছে। এখনও বড় বড় কথা বলছেন?" SSC মামলার ( SSC Recruitment Case Verdict ) চূড়ান্ত রায়দান নিয়ে মুখ্যমন্ত্রীকে বেনজির নিশানা প্রাক্তন বিজেপি সাংসদের।

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case Verdict: 'এখনও বড় বড় কথা বলছেন?', চাকরি বাতিল ইস্যুতে মুখ্যমন্ত্রীকেই দুষছেন দিলীপ



  • Apr 04, 2025 12:03 IST

    West Bengal News Live: চাকরি হারিয়ে অঝোরে কান্না শিক্ষিকার

    সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে গতকালই চাকরি গিয়েছে রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীর। শীর্ষ আদালতের নির্দেশে চাকরি খোয়ানোদের তালিকায় নাম রয়েছে প্রিয়াঙ্কা গুহ ও কৃষ্ণমৃত্তিকা নাথ নামে দুই শিক্ষিকারও। দেবীনগর কৈলাস চন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা বিশ্ববিদ্যালয়ের টপার। রাজ্যপালের কাছ থেকে স্বর্ণপদকও নিয়েছেন। সুপ্রিম-রায়ে তিনিও আজ চাকরিহারা। 

    বিস্তারিত পড়ুন- SSC Recruitment Case: 'আমি বিশ্ববিদ্যালয়ের টপার, রাজ্যপাল সোনার পদক দিয়েছেন,' চাকরি খুইয়ে অঝোরে কান্না শিক্ষিকার



  • Apr 04, 2025 10:41 IST

    West Bengal News Live: কথা হল না মোদী-ইউনূসের

    কথা হল না মোদী-ইউনূসের। থাইল্যান্ডে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস কথা বলার সুযোগই পেলেন না। ব্যাঙ্ককে এই আন্তর্জাতিক স্তরের সম্মেলনে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠকের জন্য ঢাকার তরফে সরকারিভাবে আবেদন জানানো হয়েছিল। যদিও এব্যাপারে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, আপাতত এ বিষয়ে কথা বলার মত কোনও তথ্য তাঁর কাছে নেই। ব্যাঙ্ককে ২ থেকে ৪ এপ্রিল বিমস্টেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।



  • Apr 04, 2025 09:56 IST

    West Bengal News Live: বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত

    গাঁজা পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ধৃত ২। নরেন্দ্রপুর থানা ও বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ উদ্যোগে গ্রেফতার দুই যুবক। ধৃতদের নাম লব মণ্ডল ও দীপ মণ্ডল, দু’জনেই সোনারপুর এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৪২ কেজি গাঁজা, যার বাজারমূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা মূলত ওড়িশা থেকে গাঁজা এনে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় সরবরাহ করত। 



  • Apr 04, 2025 09:55 IST

    West Bengal News Live: তরুণীকে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ

    তরুণীর ছবি বিকৃত করে ব্ল্যাকমেলের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্যানিং থানার তালদি এলাকার যুবক আশাদুল সাফুইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার বজবজের নুঙ্গি এলাকার এক তরুণীর। বছরখানেক আগে সমাজ মাধ্যমে পরিচয় হয় তাদের। নিজের অনেক ছবিও ওই যুবককে পাঠান তরুণী। সম্প্রতি দু'জনের মধ্যে সম্পর্কের অবনতি হলে তরুণীর সেই ছবি বিকৃত করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আশাদুলের বিরুদ্ধে। এমনকী এ বিষয়ের প্রতিবাদ করলে নানাভাবে হুমকিও দেওয়া হচ্ছে তরুণীকে। অভিযুক্ত আশাদুল সাফুইয়ের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন তরুণী।



  • Apr 04, 2025 09:55 IST

    West Bengal News Live: ঝড়-জলের সম্ভাবনা আজও

    আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায়-জেলায়। তারই জেরে গরমের অস্বস্তি কিছুটা হলেও কমতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ শুক্রবারেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দিন কয়েক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:ঝড়-জলের সম্ভাবনা আজও, শনি-রবিতে কাঁপানো দুর্যোগ?



CM Mamata banerjee news of west bengal news in west bengal Bengali News Today SSC Recruitment Case Verdict WB SSC Scam SSC recruitment SSC