/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/Construction-Workers.jpg)
Construction Workers: রাজ্যের নির্মাণ শ্রমিকদের জন্য অভূতপূর্ব ভাবনা।
Construction Workers: শ্রমিক (Labour) স্বার্থে এবার অভূতপূর্ব প্রচেষ্টা রাজ্য সরকারের। এবার জেলায়-জেলায় নির্মাণকর্মীদের (Construction Workers) জন্য হস্টেল, প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার (WB Govt.)। শুধু তাই নয়, এরাজ্যের বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র (Tourist Spot) ছাড়াও ভিনরাজ্যেও শুধুমাত্র নির্মাণকর্মীদের জন্যই তৈরি হচ্ছে হলিডে হোম (Holiday Home)। ব্যতিক্রমী এই চিন্তাভাবনা প্রায় পাকা করে ফেলা গিয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী কল্যাণ পর্ষদের উদ্যোগে ও শ্রম দফতরের সহযোগিতায় বিষয়টি চূড়ান্ত হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় থাকা নির্মাণকর্মীদের জন্য নজিরবিহীন উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। দিঘা (Digha), পুরী (Puri), রামপুরহাটে (Rampurhat) হলিডে হোম হচ্ছে নির্মাণকর্মীদের জন্যই। শুধু তাই নয়, ভিনরাজ্যের চেন্নাইতেও (Chennai) তৈরি হতে পারে হলিডে হোম।
কম টাকায় সেখানে থাকার সুযোগ পাবেন নির্মাণ শ্রমিকরা। যদিও বিষয়টি এখনও আলোচনার স্তরেই রয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চূড়ান্ত অনুমোদন দিলে এব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।
আরও পড়ুন- কম খরচেই দ্রুত বিপুল আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন এই প্রৌঢ়!
হলিডে হোমের পাশাপাশি নির্মাণকর্মীদের জন্য তৈরি করা হতে পারে প্রশিক্ষণ কেন্দ্রও। প্রথম দিকে কলকাতা (Kolkata), কল্যাণী (Kalyani), আসানসোল (Asansol), শিলিগুড়িতে (Siliguri) প্রশিক্ষণ কেন্দ্র (Training Centre) গড়ে তোলা হবে। এরপর ধাপে ধাপে প্রতিটি জেলায় তৈরি হবে প্রশিক্ষণ কেন্দ্র। শ্রমিকদের সন্তানরাও এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি থেকে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং নিতে পারবেন।