Advertisment

PM Modi Arambagh Rally: লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ইস্যুর সুর বেঁধে দিলেন মোদী, লক্ষ্য এবার মুসলিম মহিলা ভোটেও

PM Modi Visit West Bengal: কালিপুরের যে মাঠে জনসভা হয়েছে তা খুব বড় নয়। লোকজনের স্লোগান মোদীময় হলেও এখনও নির্বাচনী গন্ধের উচ্ছ্বাসে খামতি লক্ষ্য করা গিয়েছে। তবে সন্দেশখালি ও শেখ শাহজাহান যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বড় ইস্যু করতে চলেছে।

author-image
Joyprakash Das
New Update
PM Modi Arambagh Rally muslim women vote bjp lok sabha poll 2024 , লোকসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে ইস্যুর সুর বাঁধলেন মোদী, লক্ষ্য এবার মুসলিম মহিলা ভোটেও

PM Modi: আরামবাগের সভায় সুকান্ত মজুমদার ও শুভেন্দু অদিকারীর সঙ্গে প্রধানমন্ত্রী মোদী। ছবি- পার্থ পাল

PM Modi Arambagh Rally Update: ২০১৯ লোকসভা নির্বাচনে মাত্র ১১৪২ ভোটে আরামবাগ কেন্দ্রে পরাজিত হয়েছিল বিজেপি। হুগলির এই কেন্দ্রের কালিপুরের জনসভা থেকেই বৃহস্পতিবার ২০২৪ লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দোসর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার। এই সভায় ৩ জনের মুখেই শোনা গেল সন্দেশখালির নাম। বাংলার সব আসনেই জয়ের জন্য আবেদন জানান নরেন্দ্র দামোদরদাস মোদী।

Advertisment

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'বগটুই থেকে সন্দেশখালির বিচার চাই।' শেখ শাহজাহান সরকারি অর্থ পাচার করছে বলে অভিযোগ করেন তিনি। শুভেন্দুর বক্তব্য, '৩৫ টা আসন জয়ের শপথ নিয়ে আমরা বাড়ি ফিরবো। তৃণমূল সরকারকে উপড়ে ফেলবো।'

আরও পড়ুন- Modi-Mamata Meeting: লোকসভার আগে এক ঘন্টার বেশি মোদী-মমতা বৈঠক! বেরিয়ে কী বললেন ‘দিদি’?

যে তিন জায়গায় নরেন্দ্র মোদী জনসভা করছেন সেই আসনগুলো বিগত লোকসভা ভোটে বিজেপি জয় পায়নি। আরামবাগের পর আগামিকাল কৃষ্ণনগরে জনসভা করবেন, তারপর বারাসাতে। নদীয়া জেলায় মতুয়াদের আধিক্য আছে। অন্যদিকে সন্দেশখালির কাছাকাছি লোকসভা কেন্দ্র বারাসাত। রাজনৈতিক মহলের মতে, এই তিন জায়গায় মোদীর সভা এরাজ্যে আসন বৃদ্ধির লক্ষ্যে।

রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মুখেও শোনা গেল শাহজাহানের নাম। বালুরঘাটের সাংসদ বলেন, 'মুখ্যমন্ত্রীর আদরের ভাই শেখ শাহজাহানকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে। মহিলারা ঝাটা, অস্ত্র দরুন। তৃণমূলকে উৎখাত করুন। আরামবাগ কেন্দ্রে গতবার ১ হাজারের সামান্য ভেটে হেরেছিলাম। চুরি করে জিতেছিল। এবার এই আসন প্রধানমন্ত্রীকে উপহার দেব।'

আরও পড়ুন- PM Modi Arambagh Rally: ‘সন্দেশখালির হাল দেখে রাজা রামমোহনের আত্মাও আজ কাঁদছে!’ মমতাকে ধুয়ে দিলেন মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক ৩ টে ৪৪ মিনিটে বক্তব্য শুরু করেন। তিনি পাক্কা ৩০ মিনিট ভাষণ দেন। শেষ করেন ৪ টে ১৪ মিনিটে। বাংলায় সকলকে আন্তরিক শুভেচ্ছা, বড়দের প্রনাম, ছোটোদের ভালবাসা জানিয়ে বক্তব্য শুরু করেন মোদী। তাঁর বক্তব্যের বড় অংশ জুড়ে ছিল সন্দেশখালি। মুসলিম মা-বোনেদের ভোট দিতেও আবেদন জানান মোদী। রাজা রামমোহন রায়ের নাম নিয়েছেন একাধিকবার। সন্দেশখালির ঘটনায় রাজা রামমোহন রায়ের আত্মা কাঁদছে, বলেন মোদী। তিনি বলেন, দুর্নীতির নয়া ও অপরাধের নয়া মডেল বানিয়েছে তৃণমূল। আমাকে ১ নম্বর শত্রু ভাবছে তৃণমূল। সব আসনে কমল খিলবে।'

আরও পড়ুন- PM Modi Arambagh Rally: দুর্নীতির নয়া ‘মডেল’ তৃণমূলের, ‘বদলা’র ডাক মোদীর, দিলেন ‘গ্যারান্টি’

লোকসভা নির্বাচন ঘোষণার আগেই প্রধানমন্ত্রী এরাজ্যে প্রচার শুরু করে দিলেন। কালিপুরের যে মাঠে জনসভা হয়েছে তা-ও খুব বড় নয়। লোকজনের স্লোগান মোদীময় হলেও এখনও নির্বাচনী গন্ধের উচ্ছ্বাসে খামতি লক্ষ্য করা গিয়েছে। তবে সন্দেশখালি ও শেখ শাহজাহান যে এবারের লোকসভা নির্বাচনে বিজেপি বড় ইস্যু করতে চলেছে তার রূপরেখা তৈরি করে দিলেন মোদী।

Arambagh Sukanta Majumder narendra modi Suvendu Adhikari modi bjp Muslim Woman
Advertisment