Modi in Jalpaiguri: ED-র পর এবার রাজ্যে NIA-র উপর হামলা নিয়ে সরব খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে নির্বাচনী সভায় এসে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা ইস্যুতে চাঁচাছোলা ভাষায় মোদী আক্রমণ শানানেল রাজ্যের শাসকদল তৃণমূলকে। একইসঙ্গে নরেন্দ্র মোদীর আরও হুঁশিয়ারি, ''৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও কঠিন হতে চলেছে।''
Advertisment
কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা প্রসঙ্গে তৃণমূলকে দুষে কী বললেন মোদী?
"কেন্দ্রীয় এজেন্সি এলে তৃণমূল তাদের উপর হামলা করে। অন্যদের দিয়ে হামলা করায়। তৃণমূল আইন-সংবিধানের তোয়াক্কা করে না। তোলাবাজদের বাঁচাতেই কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা।"
Advertisment
আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে বারবার অভিযোগ করে শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এব্যাপারে সবচেয়ে বেশি সরব। এদিন গরিব মানুষের জন্য পাকা ঘর তৈরির টাকা পাঠানো ইস্যুতেও তৃণমূলকে একহাত নিয়েছেন মোদী।
এদিন ফের একবার সন্দেশখালি (Sandeshkhali) প্রসঙ্গেও মুখ খুলেছেন মোদী (Modi)। রাজ্যের শাসকদলকে তুলোধনা করে এদিন মোদী বলেন, "সন্দেশখালিতে যা হল তা গোটা দেশ দেখেছে। ওখানে মা-বোনেদের সঙ্গে অত্যাচার হয়েছে। প্রতিটি ক্ষেত্রে এখানে আদালতকে হস্তক্ষেপ করতে হয়। দিকে-দিকে তৃণমূলের সিন্ডিকেট রাজ চলছে।"