/indian-express-bangla/media/media_files/2025/09/15/modi-pic-2025-09-15-16-56-23.jpg)
Combined Commanders’ Conference: ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এক্সপ্রেস ফটো: পার্থ পাল।
Transforming for the Future” বিষয়কে সামনে রেখে সামরিক শক্তির রূপান্তর ও উন্নয়নমূলক সংলাপের মঞ্চ হয়ে উঠেছে এবারের ১৬তম Combined Commanders’ Conference (CCC) ২০২৫। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কলকাতার ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার্স, বিজয়দুর্গে এই সম্মেলন উদ্বোধন করেছেন।
সম্মেলন তিন দিন (১৫–১৭ সেপ্টেম্বর) ধরে চলবে এবং এতে অগ্রাধিকার বিষয়গুলোর মধ্যে রয়েছে বাহিনীর আধুনিকীকরণ, শ্রেণি ও বিভাগগুলোর মিলনায়ত্রীকরণ বা ইন্টিগ্রেশন, পরিবর্তন ও রূপান্তর, এবং বহুমাত্রিক যুদ্ধ প্রস্তুতির সক্ষমতা বাড়িয়ে তোলা।
আরও পড়ুন- West Bengal News Live Updates:শুনানি শেষ, রায়দান স্থগিত, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নিয়ে বড় খবর!
এর পাশাপাশি প্রধানমন্ত্রী “Indian Armed Forces Vision 2047” নামক এক নতুন নথি উন্মোচন করেছেন, যা ভবিষ্যতভিত্তিক ও প্রস্তুত সশস্ত্র বাহিনী গঠনের জন্য দীর্ঘমেয়াদী রাস্তা নির্দেশ করবে।
আরও পড়ুন-JU: যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় নয়া মোড়! খুনের অভিযোগ দায়ের, তলব ৩ জনকে
তিনি অপারেশন ‘সিনডুর’-এ সশস্ত্র বাহিনীর ভূমিকার জন্য বিশেষ প্রশংসা করেন এবং দেশগঠন ও জাতির সেবা-নির্মাণে তাদের অবদানকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন।