করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আর্থিক প্য়াকেজ চাইলেন বাংলা মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। করোনায় লকডাউন নিয়ে এদিন রাজ্য়ের মুখ্য়মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধানমন্ত্রী। ওই ভিডিও কনফারেন্সে মোদীর কাছে বাংলার জন্য় আর্থিক প্য়াকেজ চেয়েছেন মমতা।
মোদীর কাছে ঠিক কী চেয়েছেন মমতা?
এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্য়মন্ত্রী বলেন, ''করোনা পরিস্থিতি মোকাবিলায় সব রাজ্য়ই তাদের মতো করে চেয়েছে। আমরা রাজ্য়ের জন্য় ২৫ হাজার কোটি টাকার বিশেষ প্য়াকেজ চেয়েছি''। পাশাপাশি মমতা বলেন, ''কেন্দ্রের বিভিন্ন প্রকল্প থেকে আমরা ৩৬ হাজার কোটি টাকা পাই,সেটা দিতে বলেছি।জিএসটি বাবদ ১১ হাজার ২০০ কোটি টাকা পাই, সেটা দিতে বলেছি। অসংগঠিত ও ক্ষুদ্র-মাঝারি শিল্পে আর্থিক প্য়াকেজের দাবি জানিয়েছি''।
আরও পড়ুন: রাজ্যে দ্বিতীয় দফার লকডাউন, কী কী ছাড় দিলেন মমতা?
অলঙ্করণ : অভিজিত বিশ্বাস।
মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্স প্রসঙ্গে মমতা আরও জানিয়েছেন, ''বৈঠকে বলেছি, পণ্য়বাহী ট্রেন ছাড়া দূরপাল্লার ট্রেন চালানো যাবে না। আন্তর্জাতিক বিমান না চালানোর কথা বলেছি। পরিযায়ী শ্রমিকদের দেখভালের কথা বলা হয়েছে। বৈঠক ভাল হয়েছে”।
আরও পড়ুন: বাংলায় লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত, ঘোষণা মমতার
এদিন মমতা বলেন, ”প্রধানমন্ত্রী বলেছেন ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন বাড়ানোর কথা বলেছেন। সকলে সহমত হয়েছেন। আমি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছি। প্রধানমন্ত্রীও শুভ নববর্ষ জানিয়েছেন''।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন