Modi-Murmu Meet: উপরাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী, মুর্মুর সঙ্গে কেন তড়িঘড়ি সাক্ষাৎ মোদীর?

Modi-Murmu Meet:শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই সাক্ষাতের তথ্য সামনে আনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাতের একটি ছবি শেয়ার করা হয়েছে।

Modi-Murmu Meet:শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই সাক্ষাতের তথ্য সামনে আনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাতের একটি ছবি শেয়ার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

মুর্মুর সঙ্গে কেন তড়িঘড়ি সাক্ষাৎ মোদীর?

Modi-Murmu Meet: শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এই সাক্ষাতের তথ্য সামনে আনা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সাক্ষাতের একটি ছবি শেয়ার করা হয়েছে। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন।”

Advertisment

এর আগে প্রধানমন্ত্রী মোদী জাপান ও চিন সফর শেষ করে দেশে ফিরেছেন। তিনি ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চিনের  তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সম্মেলনে উন্নয়ন কৌশল, বৈশ্বিক শাসনব্যবস্থার সংস্কার, সন্ত্রাসবাদ দমন, শান্তি ও নিরাপত্তা, অর্থনৈতিক ও আর্থিক সহযোগিতা এবং  উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। এসসিও যৌথ বিবৃতিতে পহেলগাঁও সন্ত্রাসী হামলার উল্লেখও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভারতের কূটনৈতিক সাফল্য হিসেবে মনে করছেন ওয়াকিবহলমহল। 

এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনের কয়েকদিন আগে। ৯ সেপ্টেম্বর উপ-রাষ্ট্রপতি পদের ভোটগ্রহণ অনুষ্ঠিত  হবে এবং নির্বাচনের ফলাফল সন্ধ্যায় ঘোষণা করা হবে। এনডিএ প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল ও তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণণকে মনোনীত করেছে। বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বি. সুদর্শন রেড্ডিকে প্রার্থী করেছে।

Advertisment

আরও পড়ুন- জন্মদিনের পার্টিতে ডেকে নারকীয় অত্যাচার, RG Kar কাণ্ডের বর্ষপূর্তি পেরোতেই তোলপাড় ফেলা ঘটনা খাস কলকাতায়

modi Droupadi Murmu