জন্মদিনের পার্টিতে ডেকে নারকীয় অত্যাচার, RG Kar কাণ্ডের বর্ষপূর্তি পেরোতেই তোলপাড় ফেলা ঘটনা খাস কলকাতায়

ইতিমধ্যে এই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

ইতিমধ্যে এই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
Tarapith gang rape: হকর্মীর স্ত্রীকে গণধর্ষণ করার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে

প্রতীকী ছবি

খাস কলকাতায় ফের গণধর্ষণের ঘটনা। এবার জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষিতা বছর ২০-এর এক তরুণী। ইতিমধ্যে এই ঘটনার জেরে থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণীর পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। 

Advertisment

আরও পড়ুন- দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই চলত ভয়ঙ্কর যৌন নির্যাতন, বিরাট অভিযোগে গ্রেফতার TMC-র তিন ডাকাবুকো নেতা-কর্মী

আরজি কর কাণ্ডের বর্ষপূর্তির পার হতে না হতেই শহরে ফের গণধর্ষণের ঘটনা। শুক্রবার রাতে রিজেন্ট পার্কের একটি ফ্ল্যাটে জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই ঘটে গণধর্ষণের ঘটনা। ইতিমধ্যে হরিদেবপুর থানায় এই মর্মে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা তরুণী। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। 

Advertisment

বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে গণধর্ষণের শিকার বছর ২০-এর তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। গোটা ঘটনায় ২ জনের বিরুদ্ধে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তরুণী।  যদিও এখনও পর্যন্ত তাদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজে চলছে জোর তল্লাশি। 

আরও পড়ুন-গলায় অ্যাসিড ঢেলে দেওয়ার হুমকি, BJPকে নিশানা করতে গিয়ে শালীনতার সব সীমা পার দাপুটে তৃণমূল বিধায়কের

পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজন ওই তরুণীকে ডেকে একটি অপর এক যুবকের বাড়িতে নিয়ে যায়। সেখানেই তার উপর চলে নারকীয় অত্যাচার। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সবটা খুলে বলে ওই তরুণী। এরপরই থানায় দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তরুণী। ২ যুবকের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। 

Gang Rape