PM Modi On Operation Sindoor: মঙ্গলবার সংসদের বাদল অধিবেশনে 'অপারেশন সিঁদুর' নিয়ে বিশেষ আলোচনায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ৯ মে রাতের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এক ঘণ্টা ধরে তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন, কিন্তু তিনি তখন সেনাবাহিনীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় ব্যস্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমেরিকার ভাইস প্রেসিডেন্ট আমাকে বলেন, "পাকিস্তান বড়সড় হামলার ছক কষছে। আমি তাকে জবাব দিই— যদি পাকিস্তান এই ধরনের পরিকল্পনা করে, তাহলে তাদের তার জন্য চরম মূল্য দিতে হবে।” তিনি স্পষ্ট বলেন, ভারত আক্রমণের জবাবে "বোমা দিয়ে গুলি জবাব দেবে" — এই বার্তা ৯ মে রাতেই পাকিস্তানকে পৌঁছে দেওয়া হয়।
'৯ মে রাতে পাকিস্তানের হাজার খানেক মিসাইল ও ড্রোনের হামলা রুখে দিয়েছিল ভারত'
প্রধানমন্ত্রী মোদী দাবি করেন, ৯ মে রাতে পাকিস্তান এক হাজারেরও বেশি মিসাইল ও সশস্ত্র ড্রোন দিয়ে ভারতের উপর বৃহৎ আক্রমণ চালাতে চেয়েছিল। কিন্তু ভারতের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেই সমস্ত আক্রমণ আকাশেই ধ্বংস করে দেয়। তিনি বলেন, "আজ সারা বিশ্ব ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কথা বলছে। প্রতিটি ভারতীয় এই সাফল্যে গর্বিত।"
'বিশ্বনেতারা ভারতকে আটকাননি, সমর্থন জানিয়েছেন'
প্রধানমন্ত্রী আরও বলেন, "রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে মাত্র তিনটি দেশ পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিল। বিশ্বের অধিকাংশ দেশ ভারতের পাশে দাঁড়িয়েছে।"
তিনি আরও উল্লেখ করেন, অপারেশন সিঁদুর চালানোর সময়, কোনও বিশ্বনেতা ভারতকে অভিযান থামানোর কথা বলেননি। এই অভিযান আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থানকে আরও মজবুত করেছে।
বিরোধীদের আক্রমণ, সরকারের জবাব
অপারেশন সিঁদুর ও পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে মঙ্গলবার লোকসভায় উত্তপ্ত বিতর্ক হয়। রাহুল গান্ধী, অখিলেশ যাদব ও প্রিয়াঙ্কা গান্ধী সরকারের বিরুদ্ধে কড়া প্রশ্ন তোলেন। তার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী মোদী সরকারের অবস্থান তুলে ধরেন।